Rape

ধর্ষণে অন্তঃসত্ত্বা মেয়ে, দোষী সাব্যস্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

সোমবার কেরলের মানজেরি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতে মামলাটি উঠলে বিচারক রাজেশ কে ওই ব্যক্তিকে যাবজ্জীবনের নির্দেশ দেন। সঙ্গে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১১:৩২
Share:

কিশোরীকে একাধিক বার ধর্ষণে দোষী সাব্যস্ত বাবা। প্রতীকী ছবি।

মেয়েকে একাধিক বার ধর্ষণে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ড দিল কেরলের একটি আদালত। সোমবার কেরলের মানজেরি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতে মামলাটি উঠলে বিচারক রাজেশ কে ওই ব্যক্তিকে যাবজ্জীবনের নির্দেশ দেন। সঙ্গে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

Advertisement

ঘটনাটি ২০২১ সালের মার্চের। পুলিশ সূত্রে খবর, কোভিডের কারণে বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করত বছর পনেরোর ওই কিশোরী। বাড়িতে কেউ না থাকায় কিশোরীকে জোর করে শোওয়ার ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। কিশোরী আপত্তি জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তার বাবা। বাড়িতে যখনই কেউ থাকত না, সেই সুযোগে মেয়েকে ধর্ষণ করত সে। এ ভাবে ২০২১-এর অক্টোবর পর্যন্ত মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় বাবা।

ওই বছরের নভেম্বরে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে কিশোরী স্কুলে যাওয়া শুরু করে। কিন্তু স্কুলে তার পেটে যন্ত্রণা শুরু হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু কী কারণে পেটে ব্যথা হচ্ছিল তা স্পষ্ট হয়নি। এর পর আবার ২০২২-এর জানুয়ারিতে পেটে ব্যথার জন্য কিশোরীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন কিশোরী অন্তঃসত্ত্বা। বিষয়টি প্রকাশ্যে আসতেই কিশোরী তার পরিবার এবং চিকিৎসকদের কাছে মুখ খোলে। বাবার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণের অভিযোগ তোলে সে।

Advertisement

পুলিশ জানিয়েছে, তার পরই কিশোরীর বাবার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়। কিশোরী, গর্ভস্থ ভ্রূণ এবং তার বাবা ডিএনএর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা যায়, কিশোরী যে অভিযোগ তুলেছিল, সেটি সঠিক। দ্রুত মামলাটির নিষ্পত্তি এবং অভিযুক্তকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। সোমবার মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে উঠলে বিচারক তিনটি যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement