Delhi Girl Shot Dead

অফিস থেকে ফেরার পথে দিল্লির জনবহুল রাস্তায় গুলি যুবতীকে! ঘটনাস্থলেই মৃত্যু, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, জ্যোতি ফ্লিপকার্টের কুরিয়ার বিভাগে কাজ করতেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তিনি অফিস থেকে ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১২:০৬
Share:

সোমবার দিল্লির পশ্চিম বিহারে এই ঘটনাটি ঘটেছে। ছবি: সংগৃহীত।

দিল্লির রাস্তায় গুলি করে খুন করা হল যুবতীকে। সোমবার দিল্লির পশ্চিম বিহারে এই ঘটনাটি ঘটেছে। নিহত যুবতীর নাম জ্যোতি (৩২)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জ্যোতি ফ্লিপকার্টের কুরিয়ার বিভাগে কাজ করতেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তিনি অফিস থেকে ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে।

নিহতের স্বামী দীপকের অভিযোগ, বাড়ি ফেরার পথে বাইকে ও স্কুটারে থাকা দু’জন লোক জ্যোতিকে গুলি করে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

ডিসিপি হরেন্দ্র সিংহ জানিয়েছেন, অভিযুক্তদের পরিচয় জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই খুন, খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement