Kerala

নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন আত্মীয়া ও তাঁর কন্যা

পুলিশ সূত্রে খবর, সম্পর্কে মিনির আত্মীয় হয় অদ্বৈত। শনিবার সন্ধ্যায় আথিরা এবং অদ্বৈতকে নিয়ে নদীতে স্নান করতে নেমেছিলেন মিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৬
Share:

—প্রতীকী ছবি।

মায়ের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল কন্যা। তাঁদের সঙ্গে ছিল ১৩ বছরের এক কিশোরও। কিন্তু স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেল সে। কিশোরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক আত্মীয়া এবং তাঁর কন্যাও।

Advertisement

ঘটনাটি কেরলের উত্তর কোঝিকোড় জেলার কুন্নামঙ্গলম এলাকায় ঘটেছে। মৃতদের নাম সিন্ধু ওরফে মিনি, তাঁর কন্যা আথিরা এবং ১৩ বছর বয়সি অদ্বৈত।

পুলিশ সূত্রে খবর, সম্পর্কে মিনির আত্মীয় হয় অদ্বৈত। শনিবার সন্ধ্যায় আথিরা এবং অদ্বৈতকে নিয়ে নদীতে স্নান করতে নেমেছিলেন মিনি। স্নান করার সময় জলের স্রোতে ভেসে যায় অদ্বৈত। তাঁকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন মিনি এবং আথিরা। কিন্তু অদ্বৈতকে আর বাঁচাতে পারেননি তাঁরা। নদীর জলে ডুবে গিয়ে প্রাণ হারান তাঁরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement