— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দুরন্ত গতিতে ছুটে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল গাড়ি। প্রাণ হারালেন তিন জন। আহত ১৫ বছরের এক কিশোর। রাজস্থানের শিকার জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে লোসাল থানা এলাকায় এই দুর্ঘটনা হয়েছে। সাঙ্গলিয়া থেকে মোলাসর যাচ্ছিল গাড়িটি। পথে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ বছরের শিসরাম, ১৯ বছরের ধর্মেন্দ্র জাট এবং ২০ বছরের লোকেশ জাটের। ১৫ বছরের সুনীল জাটকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর জখম সে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্য দিকে, জম্মু ও কাশ্মীরের উধমপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের চার জনের। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে গাড়িটিকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। সেই অভিঘাতে গাড়িটি অন্য একটি ট্রাকে গিয়ে ধাক্কা দেয়। তাতেই মৃত্যু হয় চার জনের। এক দম্পতি আর একটি মেয়ে গুরুতর জখম। ঘাতক ট্রাকের চালকের খোঁজ করছে পুলিশ।