ATM

ATM Dacoity: এটিএমে ডাকাতি করতে গিয়ে ১৯ লাখ টাকা পুড়িয়েই ফেলল ডাকাতরা!

পুলিশ সূত্রে খবর, এটিএমে ১০০ টাকার নোট ছিল ২,৯৬৫টি, ২০০ টাকার নোটের সংখ্যা ছিল ১,৯১১ এবং ২,৫৭৩টি ছিল ৫০০ টাকার নোট।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৭:১৯
Share:

গ্যাসকাটার দিয়ে এটিএম কাটার চেষ্টা করতেই টাকায় আগুন ধরে যায়।

গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে টাকা বার করতে গিয়ে ১৯ লক্ষ টাকা পুড়িয়ে ফেলল চোরেরা! ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।পুলিশ সূত্রে খবর, এটিএমের ভিতরে ১০০, ২০০ এবং ৫০০ মিলিয়ে মোট ছ’হাজার নোট ছিল। ১০০ টাকার নোট ছিল ২,৯৬৫টি, ২০০ টাকার নোটের সংখ্যা ছিল ১,৯১১ এবং ২,৫৭৩টি ছিল ৫০০ টাকার নোট। সব মিলিয়ে ১৯ লক্ষ ৬৫ হাজার ছিল এটিএমে।

Advertisement

এটিএম কেটে দ্রুত টাকা বার করার জন্য গ্যাসকাটার নিয়ে এসেছিল ডাকাতরা। তা দিয়ে এটিএম কাটার কাজও শুরু করে। কিন্তু মেশিন একটু কাটতেই তার ফাঁক গলে গ্যাসকাটারের আগুনের আঁচ লাগতেই সমস্ত টাকা পুড়ে খাক হয়ে যায়। চোখের সামনে লক্ষ লক্ষ টাকা পুড়ে ছাই হতে দেখা ছাড়া চোরদের হাতে আর কোনও উপায় ছিল না।

এই ঘটনাই বাংলার পুরনো প্রবাদকে মনে করিয়ে দেয়, ‘অতি লোভে তাঁতি নষ্ট’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement