তিতলির জন্য রেলস্টেশন, প্ল্যাটফর্মের যা হাল হয়েছে। ওড়িশায়। ছবি টুইটারের সৌজন্যে।
ঘূর্ণিঝড় ‘তিতলি’-র দাপটে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা বিপর্যস্ত। দুর্যোগের কারণে বহু দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। খড়গপুর-খুরদা লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘূর্ণঝড়ের তাণ্ডবের জেরে বিভিন্ন ট্রেনের রুট বদল করতে হয়েছে।
বিশেষ করে, দক্ষিণ ভারত থেকে যে ট্রেনগুলি হাওড়ায় আসবে সেগুলির সময়ের পরিবর্তন করা হচ্ছে। ঘুর পথে ট্রেনগুলোকে স্টেশনে ঢোকানোর চেষ্টা চলছে। দুর্যোগের কারণে রেলের তরফে কয়েকটি হেল্পলাইন টেলিফোন নম্বর দেওয়া চালু করা হয়েছে। সেগুলি হল, ৮৪৫৫৮৮৫৯৩৬, ০৬৭৪-২৩০১৫২৫ এবং ০৬৭৪-২৩০১৬২৫৷
দূরপাল্লার ট্রেন বাতিল এবং দেরিতে চলায় বহু যাত্রী সমস্যায় পড়েছেন। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে, শালিমার-সেকেন্দ্রাবাদ এসি এক্সপ্রেস, গুনুপুর-পুরী প্যাসেঞ্জার, সম্বলপুর-কোরাপুট প্যাসেঞ্জার, সম্বলপুর-জুনাগড় রোড প্যাসেঞ্জার, বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার, রৌরকেল্লা-পুরী, ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশাখা এক্সপ্রেস, ভুবনেশ্বর-মুম্বই কোনার্ক এক্সপ্রেস ও পুরী-তিরুপতি এক্সপ্রেস৷
ঘূর্ণিঝড়ের তাণ্ডবের জেরে বহু ট্রেন সময়ে চলছে না। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে ট্রেনের সময়সূচিও পরিবর্তন হয়েছে। পুরী-পারাদ্বীপ এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল ৬টার বদলে পুরী থেকে সকাল ৯টায় ছেড়েছে। একই কারণে পুরী থেকে সকাল ৯টায় রওনা হয়েছে পুরী-কেন্দুঝাড়গড় এক্সপ্রেস। বিশাখাপত্তনম-গুনুপুর প্যাসেঞ্জার ট্রেনটি এ দিন বিজয়নগরম পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শালিমার-সেকেন্দ্রাবাদ রুটে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
তিনটি ট্রেনকে ঘুরপথে হাওড়ায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেগুলি হল, এমএএস (চেন্নাই সেন্ট্রাল)-হাওড়া সুবিধা এক্সপ্রেস এবং এমএএস (চেন্নাই সেন্ট্রাল)-এসআরসি (সাঁতরাগাছি)।
এ ছাড়াও রুট বদলানো হয়েছে আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, হাওড়া-এমএএস(চেন্নাই সেন্ট্রাল) করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-সত্য সাঁই প্রশান্তি নিলয়ম এক্সপ্রেস ও হাওড়া-যশবন্তপুর সুপার ফাস্ট এক্সপ্রেসের।
আর ঘুরপথে যে ট্রেনগুলি যাবে, তাদের মধ্যে রয়েছে, তিরুঅনন্তপুরম-শিলচর এক্সপ্রেস। ট্রেনটি বিজয়নগরম থেকে টিটলাগড়, সম্বলপুর, ঝাড়সুগুড়া, হয়ে যাবে আসানসোলে। আর হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেসের রুট বদলিয়ে কাজিপেট-নাগপুর-বিলাসপুর-ঝাড়সুগদা-টাটা-খড়গপুর করা হয়েছে৷
বদলানো হয়েছে চেন্নাই-সাঁতরাগাছি এক্সপ্রেসের রুটও। ট্রেনটির রুট ঘুরিয়ে বিজয়নগরম-টিটলাগড়-সম্বলপুর-ঝাড়সুগুড়া-টাটা-খড়্গপুর করা হয়েছে৷ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের রুটও বিজয়নগরম-টিটলাগড়-সম্বলপুর-ঝাড়সুগডা-টাটা-খড়্গপুর করা হয়েছে।
আরও পড়ুন- উত্তাল সমুদ্র, গাছ-বিদ্যুতের খুঁটি উপড়ে গোপালপুরে আছড়ে পড়ল তিতলি
আরও পড়ুন- নিম্নচাপ হয়ে রাজ্যে ঢুকছে তিতলি, আগামী ৪৮ ঘণ্টা মুষলধারে বৃষ্টির পূর্বাভাস