প্যাকেট দুধ চুরির ঘটনায় তোলপাড় বেঙ্গালুরু। প্রতীকী ছবি।
বেশ কয়েক দিন ধরেই বেঙ্গালুরুতে এক নতুন ধরনের অপরাধের জন্ম হয়েছে। যা ঘিরে গোটা শহর তোলপাড় হচ্ছে। গয়না বা টাকা চুরি নয়, প্যাকেটের পর প্যাকেট দুধ চুরি হয়ে যাচ্ছে দোকান এবং সরবরাহকারীদের গুদাম এমনকি গ্রাহকদের বাড়ি থেকেও। সম্প্রতি তেমনই কয়েকটি অভিযোগ জমা পড়েছে। নতুন ধরনের এই চুরির ঘটনা প্রকাশ্যে আসায় হতবাক পুলিশও।
এমন চুরির ঘটনায় যখন তোলাপাড় হচ্ছে শহর, চর্চা, আলোচনা চলছে মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ধরনের ঘটনা ভোরবেলাতেই ঘটছে। কখনও সরবরাহকারীদের গাড়ি থেকে চুরি হয়েছে দুধের প্যাকেট। কখনও দোকান থেকে, কখনও আবার গ্রাহকদের বাড়িতে সরবরাহের পর এমন ঘটনা ঘটছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কোনানাকুন্টে মেট্রো স্টেশনের সামনে একটি দোকানে প্যাকেট দুধ সরবরাহ করা হয়েছিল। অভিযোগ, সরবরাগ করার কিছু ক্ষণের মধ্যেই দোকানদার লক্ষ করেন সব প্যাকেট উধাও। ইন্দিরানগরেও দু’টি বাড়ির সামনে থেকে ভোরবেলায় দুধের প্যাকেট চুরি হয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক দিনে পর পর প্যাকেটজাত দুধ চুরির ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, শহরে প্যাকেট দুধের দাম বেড়েছে। আর দাম বৃদ্ধির কারণেই কি চুরির ঘটনা বেড়েছে? রহস্য বাড়ছে এখানেই। দামবৃদ্ধিই চুরির কারণ কি না, তা জানতে তদন্তও চলছে বলে জানিয়েছে পুলিশ।