সাইবার প্রতারণার শিকার মডেল শিবাঙ্কিতা দীক্ষিত। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
শিশু এবং মাদক পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিবিআই অফিসারের পরিচয় দিয়ে এক মডেলকে ফোন করেছিলেন সাইবার অপরাধীরা। ফোন পেয়েই প্রথমে একটু স্তম্ভিত হয়ে যান শিবাঙ্কিতা দীক্ষিত নামে উত্তরপ্রদেশের ওই মডেল। অভিযোগ, রীতিমতো হুমকি দিয়ে জানানো হয়, তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যদি গ্রেফতারি এড়াতে চান তা হলে টাকা দিলেই ব্যবস্থা করে দেওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, আচমকা এ রকম একটি অভিযোগে ফোন আসায় ঘাবড়ে গিয়েছিলেন ওই মডেল। বিচলিত হয়ে পড়েন তিনি। উদ্বেগ আর দুর্ভাবনায় ধরতেই পারেননি যে, তিনি সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন। পুলিশকে ওই মডেল জানিয়েছেন, ওই ‘সিবিআই অফিসার’ তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে নানা ভাবে হুমকি এবং ভয় দেখাতে থাকেন। শুধু তা-ই নয়, টাকা না দিলে জেল যাওয়ার বন্দোবস্ত যে পাকা, তা-ও জানিয়ে দেন।
ধাপে ধাপে প্রায় দু’ঘণ্টা ধরে তাঁদের মধ্যে কথোপকথন চলে। তার মধ্যেই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি। শেষে নিজেকে বাঁচাতে চাপের মুখে সাইবার অপরাধীদের দাবি মেনে নেন মডেল শিবাঙ্কিতা। তাঁদের দাবি মতো ৯৯ হাজার টাকা দেন বলেও জানিয়েছেন মডেল। কিন্তু বোধোদয় হয় সাইবার অপরাধীরা টাকা হাতিয়ে নেওয়ার পর। সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মডেল। একটি অভিযোগও দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি ‘ডিজিটাল গ্রেফতারি’র ঘটনা বেড়েছে। দেশের নানা প্রান্ত থেকে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে। বার বার এ বিষয়ে আমজনতাকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। তার পরেও সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন অনেকে।