Ram Temple

ভূমিপূজার জন্য গেল কামাখ্যার জল-মাটি

নীলাচল পাহাড় থেকে জল ও মাটি নিয়ে বুধবার অযোধ্যা রওনা হলেন বজরং দলের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০২:১৩
Share:

রামমন্দিরের ভুমি পূজার জন্য কামাখ্যায় জল ও মাটি নিয়ে বজরং দলের সদস্যর। বুধবার। —নিজস্ব চিত্র

অযোধ্যায় রামমন্দির নির্মাণে যুক্ত হল কামরূপও। কামাখ্যা মন্দির থেকে অযোধ্যা পাড়ি দিল জল আর মাটি।

Advertisement

নীলাচল পাহাড় থেকে সেই জল ও মাটি নিয়ে বুধবার অযোধ্যা রওনা হলেন বজরং দলের কর্মীরা। ‘মা কামাখ্যা দেবালয় ম্যানেজমেন্ট কমিটি’র দলৈ কবীন্দ্র শর্মা জানান, রামমন্দিরের ভূমি পূজার জন্য ৫১টি শক্তিপীঠ থেকে মাটি ও জল সংগ্রহ করা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা সেই উদ্দেশে কামাখ্যা আসেন।

মন্দির করোনার জন্যে বন্ধ। রামমন্দিরের জন্যে বিশেষ ব্যবস্থা করে জল ও মাটি সংগ্রহের ব্যবস্থা করা হয়। মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ে থাকা শক্তিপীঠ নারটিয়াংয়ের ছশো বছরের বেশি পুরনো দুর্গা মন্দিরের মাটি ও সংলগ্ন মিন্টডু ও মিনটাং নদীর জলও অযোধ্যা যাচ্ছে।

Advertisement

জয়ন্তীয়া পাহাড়ে মিন্টডু নদীর জল সংগ্রহ করা হচ্ছে রামমন্দিরের ভুমি পূজার জন্য। বুধবার। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement