Sukanta Majumdar

সুকান্তকে হাই কোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে অভিযোগ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া একটি সাক্ষাৎকারে সন্দেশখালির এক মহিলার পরিচয় ফাঁস করে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ০৬:৩৫
Share:

সুকান্ত মজুমদার। — ফাইল চিত্র।

সন্দেশখালিতে নিগৃহীতা মহিলার পরিচয় ফাঁস করার অভিযোগে রাজ্য পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের দাবি করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আজ সুপ্রিম কোর্ট জানাল, কলকাতা হাই কোর্টই এই বিষয়টি খতিয়ে দেখার জন্য উপযুক্ত মঞ্চ।

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে অভিযোগ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া একটি সাক্ষাৎকারে সন্দেশখালির এক মহিলার পরিচয় ফাঁস করে দিয়েছে। ওই মহিলা সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সুকান্তের দাবি ছিল, রাজ্য পুলিশের বিরুদ্ধেই এ জন্য ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা হোক। রাজ্য পুলিশ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই কাজ করেছে। আইন ভেঙে মহিলাকে বিবৃতি দিতে বাধ্য করেছে।

সুপ্রিম কোর্ট অবশ্য এই জনস্বার্থ মামলায় নাক গলাতে চায়নি। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চ প্রশ্ন তুলেছে, এ বিষয়ে কী ভাবে জনস্বার্থ মামলা দায়ের হতে পারে? সুকান্তের হয়ে আইনজীবী মাধবী দিভান যুক্তি দেন, সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, কোনও নিগৃহীতা মহিলার পরিচয় প্রকাশ করা যাবে না। তা ছাড়া এটি শুধু একটি ঘটনা নয়। বিচারপতিরা জানান, এ ক্ষেত্রে একমাত্র প্রশ্ন হল মহিলার পরিচয় প্রকাশ করা হয়েছে কি না। হাই কোর্টই বিষয়টি দেখার জন্য উপযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement