ওটা বিজেপিরই নম্বর, কবুল শাহের

ঘরে-ঘরে গিয়ে আজ থেকে এই প্রচার শুরু করলেন মোদীর সেনাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৩:৩৫
Share:

অমিত শাহ।

ঘরে ঘরে যাচ্ছেন। নয়া নাগরিকত্ব বিল বুঝিয়ে চার পাতার একটি কাগজ ধরাচ্ছেন হাতে। আর তার পরেই বলছেন, ‘‘মোবাইল ফোন বের করুন। একটি নম্বর বলছি, ডায়াল করে নরেন্দ্র মোদীকে মিসড কল করুন। আপনি যে বিল সমর্থন করছেন, নরেন্দ্র মোদী বুঝে যাবেন।’’

Advertisement

ঘরে-ঘরে গিয়ে আজ থেকে এই প্রচার শুরু করলেন মোদীর সেনাপতি অমিত শাহ। কিন্তু যে নম্বরে ‘মোদীকে মিসড কল’ করতে বলছেন, তা নিয়েই ঘোর বিড়ম্বনা। কারণ, টুইটে এই নম্বরে কেউ ফোন করতে বলছেন একাকীত্ব কাটাতে বন্ধুত্ব কিংবা যৌন সম্পর্কের আবেদন নিয়ে, কেউ বা বিনোদন অ্যাপের সাবস্ক্রিপশন কিংবা বিনামূল্যে ফ্রি-ডেটা দেওয়ার কথা বলছেন। বিরোধী দলগুলি তা নিয়ে কাল থেকেই হইচই শুরু করেছে। কিন্তু এমন কিছু টুইট থেকে এই সব ‘অফার’ আসছে, যাঁদের ‘ফলো’ করেন খোদ নরেন্দ্র মোদী-অমিত শাহ কিংবা বিজেপির অন্য শীর্ষ নেতারা।

আজ এই নম্বর নিয়েই আসরে নামতে হয়েছে খোদ অমিতকেও। দিল্লি বিধানসভার ভোটের আগে ‘বুথ সম্মেলন’-এ অমিত আজ বলেন, ‘‘এই নম্বরটি নিয়ে কাল থেকে অপপ্রচার চলছে। কেউ বলছেন, এই নম্বরে ফোন করলে একটি বিনোদন চ্যানেলের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কিন্তু আমি স্পষ্ট করতে চাই, এই নম্বর কখনওই সেই উদ্দেশ্যে ছিল না। এটি শুধুমাত্র নাগরিকত্ব বিলের সমর্থনে ফোন করার জন্য। আর বিজেপিরই নম্বর।’’

Advertisement

অমিতের অভিযোগ, বিরোধীরাই নম্বরটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, এর পর দলের মুখপাত্র সম্বিত পাত্রকেও নামানো হল দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করার জন্য। তিনিও দাবি করলেন, ‘‘বিজেপি দায়িত্বশীল দল। নাগরিকত্ব বিলের সমর্থনে এই টোল-ফ্রি নম্বর। অথচ এটিকে নিয়ে নেতিবাচক ভ্রম ছড়ানো হচ্ছে। আজ আমাদের সভাপতি অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, শুধুমাত্র আইনের সমর্থনের জন্যই এই নম্বর।’’

কিন্তু বিজেপির ভাষায় যাঁরা ‘অপপ্রচার’ করছেন কিংবা ‘ভ্রম ছড়াচ্ছেন’, তাঁদের অনেকে তো গেরুয়া শিবিরেরই সমর্থক! সম্বিতের বক্তব্য: ‘‘আমাদের স্পষ্ট কথা, অনেক ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ থেকেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমাদের কথা, যাঁরাই ছড়াচ্ছেন, সেগুলি দূর করার দায়িত্বও আমাদের। অমিত শাহও আজ সেই দায়িত্ব পালন করেছেন, আমিও দলের পক্ষ থেকে করছি। কিন্তু
কংগ্রেস ও বিভ্রান্তির সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাদের ভ্রান্তি দূর হবে না।’’ আজ অবশ্য বিজেপির টোল ফ্রি-র আর একটি পাল্টা নম্বরও প্রকাশ করেছেন নাগরিকত্ব আইনের বিরোধীরা। ‘হাম ভারত কে লোগ’ ব্যানারের অধীনে। এই নম্বরেও তাঁরা বিলের বিরোধিতার জন্য মিসড কল দিতে বলছেন। আর আগেভাগেই শুনিয়ে রেখেছেন, এই নম্বরে একাকীত্ব ঘুচবে না, কোনও কিছু ‘ফ্রি’-তেও মিলবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement