ছবি: সংগৃহীত।
মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট। হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ রকেটটি তৈরি করেছে। তার নাম দেওয়া হয়েছে ‘বিক্রম-এস’। মঙ্গলবার ওই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, তাদের তৈরি রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করা হবে।
‘স্কাইরুট’-এর এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হবে। ‘স্কাইরুট এরোস্পেস’-এর সিইও পবনকুমার চন্দানা বলেন, ‘‘১২ থেকে ১৬ তারিখের মধ্যে আমাদের সময় দেওয়া হয়েছে। আবহাওয়ার দিকে নজর রেখে রকেট উৎক্ষেপণের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।’’
ভারত থেকে এ পর্যন্ত যত মহাকাশ অভিযানের আয়োজন করা হয়েছে, সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেছে ইসরো। এই প্রথম ইসরো-র বাইরের কোনও সংস্থা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে পৃথিবীর বাইরে রকেট পাঠাচ্ছে। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একে নতুন যুগের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বিক্রম-এস রকেটটির নির্মাতা সংস্থা ‘স্কাইরুট’ একটি বিবৃতিতে জানিয়েছে, এটি একটি একক পর্যায়ের সাব-অরবিটাল রকেট। বিক্রম সিরিজ়ের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে এই রকেট সাহায্য করবে।
তবে এই রকেট প্রস্তুতিতে ‘স্কাইরুট’-কে সাহায্য করেছে ইসরো। সরকারি সংস্থাকে তার জন্য ধন্যবাদও জানিয়েছেন সিইও। বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম রকেটটির নামকরণ করা হয়েছে ভারতের স্বনামধন্য গবেষক তথা মহাকাশ অভিযানের প্রাণপুরুষ বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে।