প্রতীকী ছবি
সংক্রমণের প্রশ্নে অন্য করোনাভাইরাসের চেয়ে অনেক শক্তিশালী নোভেল করোনাভাইরাস। রোগীর ছোঁয়ায় তা দ্রুত ছড়ায় বলে জানাল আইসিএমআর। লকডাউনের আগে ভারতে আসা ইটালীয়দের দলকে পরীক্ষা করে আইসিএমআর জানিয়েছে, ২৪ জনের দলটিতে শুরুতে কেবল এক জন আক্রান্ত ছিলেন। তাঁর থেকেই ১৭ জন সংক্রমিত হন। বাদ যাননি ওই দলের ভারতীয় গাড়িচালক। সংক্রমণ রুখতে, বিশেষ করে গোষ্ঠী সম্প্রদায় রুখতে তাই দ্রুত ভাইরাস চিহ্নিতকরণে জোর দিয়েছে আইসিএমআর।
লকডাউনের ৬২-তম দিনে আজ নতুন সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। ফলে গোটা দেশে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৮,৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪০২১জন।
ট্রেনের পরে আজ যে ভাবে বিমান পরিষেবা শুরু করা হল, তাতে স্বাস্থ্যকর্তারা বেশ উদ্বেগে। কারণ, আইসিএমআরের রিপোর্ট বলছে, সংক্রমিতের আশেপাশে থাকলেই সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিমানের বদ্ধ পরিবেশে যা আরও বেশি। সংক্রমিতদের অনেকে উপসর্গহীন হওয়ায় অজান্তেই রোগ ছড়াতে থাকে। তাই সামাজিক দূরত্ব রাখা, পরিচ্ছন্ন থাকাই সংক্রমণ রোখার একমাত্র উপায় বলে জানিয়েছে আইসিএমআর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, ভারতে ১৪টি সম্ভাব্য প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। এর চারটির ক্লিনিকাল পরীক্ষা তিন থেকে পাঁচ মাসের মধ্যে শুরু হবে। প্রতিষেধক না-পাওয়া পর্যন্ত সামাজিক দূরত্বকই প্রতিষেধক মেনে চলতে হবে দেশবাসীকে।