—প্রতীকী চিত্র।
ধর্ষণের অভিযোগ উঠল কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি তেলঙ্গানার নিজামাবাদ এলাকার। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) কাউন্সিলর কে রাধাকৃষ্ণার ভাইয়ের বিরুদ্ধে।
অভিযুক্ত কে রবিন্দরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিন্দরের বন্ধুর বিরুদ্ধেও। নিজামাবাদের শঙ্করনগর এলাকায় কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা কিশোরী ওই এলাকারই বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের কেউ গ্রেফতার হননি।