Badlapur Parents Sell Newborn

পাঁচ দিনের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দিলেন দম্পতি, ধৃত ৬, ফের খবরে বদলাপুর

শিশুটিকে উদ্ধার করেছে নাগপুর পুলিশ। তাকে আপাতত রাখা হয়েছে একটি অনাথ আশ্রমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৪ ০৯:২০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

পাঁচ দিনের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দিলেন মা-বাবা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বদলাপুরে। ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ধৃত সকলেই মহারাষ্ট্রের ঠাণে জেলার বদলাপুরের বাসিন্দা। অভিযোগ, সেখানে সদ্যোজাতকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন তাঁর বাবা-মা। প্রথমে যদিও শিশুটিকে দত্তক নিতেই চেয়েছিলেন ওই নিঃসন্তান দম্পতি। কিন্তু পরে আর আইনি ঝামেলার দিকে পা বাড়াননি। শেষমেশ রফা হয় এক লাখ দশ হাজার টাকায়। টাকা নিয়ে নিজের শিশুকে অন্যের হাতে তুলে দেন শিশুটির বাবা-মা। ঘটনার কথা প্রথম জানতে পারে মানব পাচার রোধী দল। এর পরেই তৎপর হয় নাগপুর পুলিশ। গ্রেফতার হন শিশুর বাবা-মা, ক্রেতা দম্পতি এবং লেনদেনে মধ্যস্থতাকারী আরও দুই ব্যক্তি কিরণ (৪১) এবং প্রমোদ (৪৫)। শিশুটিকেও উদ্ধার করেছে পুলিশ। তাকে আপাতত রাখা হয়েছে একটি অনাথ আশ্রমে।

শিশুটির বাবা ও মায়ের বয়স যথাক্রমে ৩১ ও ২৭। জানা গিয়েছে, অভাবের জেরে তাকে বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তাঁরা। তখনই কিরণ ও প্রমোদের সঙ্গে পরিচয় হয় তাঁদের। তাঁরাই এক নিঃসন্তান দম্পতির খোঁজ দেন। দু’ পক্ষে কথাবার্তা এগোয়। শেষমেশ ২২ অগস্ট শিশুর হাতবদল হয়। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের ৭৫ এবং ৮১ ধারায় মামলা দায়ের হয়েছে নাগপুরের কালামনা থানায়।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহে এই বদলাপুরেই দুই নার্সারির পড়ুয়াকে স্কুল চত্বরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তার জেরে বিক্ষোভে উত্তাল হয় মহারাষ্ট্র। বদলাপুর রেল স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন শহরবাসী। এ বার শিশু পাচারের ঘটনা সেই বদলাপুরেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement