‘বাতিল’ পথে কাশ্মীরে ঢুকছে জঙ্গি

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে উত্তর কাশ্মীর এবং জম্মুর পুঞ্জ, রাজৌরিতে প্রায় ৬০ জন জঙ্গি এ ভাবে ঢুকেছে বলে গোয়েন্দা সূত্রের খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৭
Share:

প্রতীকী ছবি।

দীর্ঘদিনের অব্যবহৃত রাস্তা দিয়েই কাশ্মীরে জঙ্গি ঢোকাচ্ছে পাক সেনা। মঙ্গলবার এই অভিযোগ করলেন উপত্যকার প্রশাসনিক আধিকারিকেরা।

Advertisement

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে উত্তর কাশ্মীর এবং জম্মুর পুঞ্জ, রাজৌরিতে প্রায় ৬০ জন জঙ্গি এ ভাবে ঢুকেছে বলে গোয়েন্দা সূত্রের খবর। ভারতীয় সেনাবাহিনী এ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে পাক জঙ্গিরা যে ধারাবাহিক ভাবে কাশ্মীরে ঢোকার চেষ্টা চালাচ্ছে, তা আগেই বলেছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ। বাহিনীর নজর এড়িয়ে তাদের ঢুকে পড়ার সম্ভাবনাও খারিজ করছেন না তিনি। এ দিকে মঙ্গলবারও ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সাম্বা এবং কাঠুয়া জেলায় গোলাগুলি ছোড়ে পাক সেনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা ১টা থেকে ৩টে পর্যন্ত গোলাগুলি চলে আন্তর্জাতিক সীমান্তের ও-পার থেকে। পাল্টা জবাব দেয় বিএসএফ-ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement