Terrorism

হামলার দায় নিল জঙ্গিরা

পুলিশ জানিয়েছে, প্রায় ২০-৩০ জন জঙ্গি আক্রমণে অংশ নিয়েছিল। প্রশ্ন উঠছে, কী ভাবে আফস্পার অধীনে থাকা এই এলাকায়, সেনা, আধাসেনার নজরদারির মধ্যে এত জন সশস্ত্র জঙ্গি এল? আক্রমণ চালিয়ে নির্বিঘ্নে পালিয়েও গেল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৪:৫৫
Share:

প্রতীকী ছবি।

অরুণাচলপ্রদেশের চাংলাং জেলায় অসম রাইফেলসের উপরে গত কালের হামলার দায় স্বীকার করে বিবৃতি দিল আলফা স্বাধীন। তারা জানাল, ১৯ নম্বর অসম রাইফেলসের জলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল আলফা, এনএসসিএন (কে) ও মণিপুরের পিএলএ সংগঠনের যৌথ বাহিনী। সেনাবাহিনী জানাচ্ছে, বীরেন্দ্র সিংহ যাদব নামে এক জওয়ান ঘটনাস্থলে মারা গিয়েছেন। অন্য এক জওয়ান জখম হয়ে হাসপাতালে ভর্তি। যদিও জঙ্গিদের দাবি, ঘটনাস্থলেই দুই জওয়ান মারা গিয়েছেন। কয়েক জন ঘায়েল হন।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রায় ২০-৩০ জন জঙ্গি আক্রমণে অংশ নিয়েছিল। প্রশ্ন উঠছে, কী ভাবে আফস্পার অধীনে থাকা এই এলাকায়, সেনা, আধাসেনার নজরদারির মধ্যে এত জন সশস্ত্র জঙ্গি এল? আক্রমণ চালিয়ে নির্বিঘ্নে পালিয়েও গেল! শুক্রবারই অরুণাচলের তিরাপ, চাংলাং, লংডিং জেলাকে অশান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে আফস্পার মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে। জঙ্গিদের দাবি, মানুষের সমর্থন তাদের দিকে। যদি ভারতের সেনা এই সব এলাকা মুক্ত না-করে, এমন হামলা আরও হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement