বিয়ের অনুষ্ঠান শুরু হতেই প্রচণ্ড শব্দ। কেঁপে উঠল চারদিক। কালো ধোঁয়া আর পোড়া গন্ধে নিমেষে মিলিয়ে গেল সেই আনন্দ মুহূর্ত। সোমবার রাতে সিরিয়ার হাসাকে প্রদেশের তাল তাওয়িল গ্রামের ঘটনা। বর-কনে বেঁচে গেলেও ওই জঙ্গি হানায় ৩২ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। আইএস ঘটনার দায় স্বীকার করেছে। হাসাকে কুর্দ-নিয়ন্ত্রণাধীন। হামলা চলে এক কুর্দ অফিসারেরই বিয়ের অনুষ্ঠানে। আইএস নিধনে কুর্দরা যে যুদ্ধ চালাচ্ছে, তার বদলা নিতেই হামলা বলে মনে করছে পুলিশ।