বিয়েবাড়িতে জঙ্গি হামলা

বিয়ের অনুষ্ঠান শুরু হতেই প্রচণ্ড শব্দ। কেঁপে উঠল চারদিক। কালো ধোঁয়া আর পোড়া গন্ধে নিমেষে মিলিয়ে গেল সেই আনন্দ মুহূর্ত। সোমবার রাতে সিরিয়ার হাসাকে প্রদেশের তাল তাওয়িল গ্রামের ঘটনা। বর-কনে বেঁচে গেলেও ওই জঙ্গি হানায় ৩২ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক।

Advertisement
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০৩:০৮
Share:

বিয়ের অনুষ্ঠান শুরু হতেই প্রচণ্ড শব্দ। কেঁপে উঠল চারদিক। কালো ধোঁয়া আর পোড়া গন্ধে নিমেষে মিলিয়ে গেল সেই আনন্দ মুহূর্ত। সোমবার রাতে সিরিয়ার হাসাকে প্রদেশের তাল তাওয়িল গ্রামের ঘটনা। বর-কনে বেঁচে গেলেও ওই জঙ্গি হানায় ৩২ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। আইএস ঘটনার দায় স্বীকার করেছে। হাসাকে কুর্দ-নিয়ন্ত্রণাধীন। হামলা চলে এক কুর্দ অফিসারেরই বিয়ের অনুষ্ঠানে। আইএস নিধনে কুর্দরা যে যুদ্ধ চালাচ্ছে, তার বদলা নিতেই হামলা বলে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement