Snowfall

কাশ্মীরে হিমাঙ্কের তিন ডিগ্রি নীচে তাপমাত্রা, তুষারপাতের সতর্কতা হিমাচলের পাঁচ জেলায়

কাশ্মীরের পহেলগাঁওয়ে তাপমাত্রা হিমাঙ্কের তিন ডিগ্রি নীচে নেমে গিয়েছে। শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের এক ডিগ্রি নীচে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৪:৩৩
Share:

বরফে ঢেকেছে কাশ্মীর উপত্যকা। ছবি: পিটিআই।

জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তুষারপাত শুরু হতেই উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে শুরু করেছে। শুধু তা-ই নয়, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, পঞ্জাব এবং হরিয়ানাতে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন হিমাচল প্রদেশের পাঁচ জেলায় তুষারপাত হবে। সতর্কতাও জারি করা হয়েছে। জানা গিয়েছে, কিন্নৌর, কুলু, লাহুল স্পিতি, কাংড়া এবং চম্বায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কাশ্মীরের পহেলগাঁওয়ে তাপমাত্রা হিমাঙ্কের তিন ডিগ্রি নীচে নেমে গিয়েছে। শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কের এক ডিগ্রি নীচে। মধ্যপ্রদেশেও তাপমাত্রা নামতে শুরু করেছে। শুক্রবার ভোপালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা নভেম্বরে ৩৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

দিল্লিতেও কামড় বসাতে শুরু করেছে শীত। ২৮ নভেম্বর এই মরসুমের শীতলতম দিন ছিল। ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করছে রাজধানীর তাপমাত্রা। তবে পঞ্জাব এবং চণ্ডীগড়ে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। যার জেরে হিমাচলে তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।

Advertisement

রাজস্থানেও ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে। সিকর, চুরু, ঝুনঝুনু ছাড়াও উদয়পুর, চিতৌড়গড়, করৌলি, হনুমানগড়ে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement