Coronavirus

বাঘের করোনা সংক্রমণের খবর শুনে নিজের ছাগলদের মাস্ক পরাচ্ছেন তেলঙ্গানার এক ব্যক্তি

তাই নিজের ছাগলদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য তাদের মুখে তিনি বেঁধে দিয়েছেন মাস্ক বা মুখাবরণী।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৪:৩৫
Share:

ছাগলের মুখে মাস্ক। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আমেরিকার নিউ ইয়র্ক চিড়িয়াখানায় একটি বাঘ আক্রান্ত হয়েছে কোভিড-১৯এ। সেই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তেলঙ্গানার এক ব্যক্তি। ছাগল প্রতিপালনই তাঁর জীবিকা। তাই নিজের ছাগলদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য তাদের মুখে তিনি বেঁধে দিয়েছেন মাস্ক বা মুখাবরণী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

ওই ব্যক্তির নাম এ ভেঙ্কটেশ্বর রাও। তিনি তেলঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর এলাকার বাসিন্দা। বাঘ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এই খবর পাওয়ার পরই এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমার ২০টি ছাগল আছে। আমাদের কোনও চাষের জমি নেই। আমার পরিবার পুরোপুরি ওদের উপরই নির্ভরশীল। তাই বাঘের করোনাভাইরাস হয়েছে, তা শোনার পর আমি ওদেরকেও মাস্ক পরিয়ে দিয়েছি।’’ ছাগলদের চরাতে নিয়ে যাওয়ার সময়ও তাদের মুখাবরণী পরাবেন বলে জানিয়েছেন তিনি।

কয়েক দিন আগেই নিউইয়র্কের চিড়িয়াখানায় চার বছরের বাঘ নাদিয়া কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছিল। লক্ষণ প্রকাশ না পাওয়া কোনও চিড়িয়াখানার কর্মীর থেকেই বাঘটি আক্রান্ত হয়েছে বলে, ধারণা কর্তৃপক্ষের। প্রাণীদের দেহ থেকে মানবদেহে করোনাভাইরাস সংক্রমিত হয় না, বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু মানবদেহ থেকে তা ছড়িয়ে প্রাণীদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে।

Advertisement

আরও পড়ুন: লকডাউন ভেঙে পরিবার নিয়ে ভ্রমণ করে আটক ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে অভিযুক্ত ওয়াধবন ভাইরা

আরও পড়ুন: দেশে আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার, গত ২৪ ঘণ্টায় মৃত আরও ৩৩

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement