হায়দরাবাদে কে চন্দ্রশেখর রাও, কুমারস্বামী-সহ নেতারা। ছবি: পিটিআই।
‘পাখির চোখ’ ২০২৪ সালের লোকসভা ভোট। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) তাই এ বার তাঁর গড়া দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-কে ‘সর্বভারতীয় রূপ’ দিতে সক্রিয় হলেন। বুধবার দুপুরে হায়দরাবাদে দলের নাম বদলে ‘ভারত রাষ্ট্র সমিতি’ করার কথা ঘোষণা করলেন তিনি। পাঁজি দেখে ১টা ১৯-এর ‘শুভ মুহূর্তে’ আত্মপ্রকাশ করল কেসিআরের নতুন দল।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী এবং তামিলনাড়ুর দলিত সংগঠন ভিসিকের নেতা থল তিরুমালব্যন বুধবার কেসিআরের নয়া দল ঘোষণার কর্মসূচিতে হাজির ছিলেন। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে একজোট করাই তাঁর লক্ষ্য। ইঙ্গিত দিয়েছেন, তেলঙ্গনার পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাত, কর্নাটকের মতো রাজ্যেও ভোটে লড়তে পারে তাঁর দল।
কেসিআর বুধবার বলেন, ‘‘নানা বাধাবিপত্তি অতিক্রম করে আমরা তেলঙ্গানাকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করেছি। এ বার কল্যাণমূলক কাজ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’’ প্রসঙ্গত, অখণ্ড অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম সরকারের মন্ত্রী কেসিআর ২০০১ সালে নতুন দল টিআরএস গড়েছিলেন।
লোকসভা ভোটের আগেই আগামী বছর তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে কেসিআরের দলের সঙ্গে বিজেপির কড়া টক্কর হতে পারে বলে বিভিন্ন জনমত সমীক্ষার পূর্বাভাস। পূর্ব তেলঙ্গানার জেলাগুলিতে লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। এই পরিস্থিতিতে নয়া ‘সর্বভারতীয় দল’ গড়ার ঘোষণা করে কেসিআর তৃতীয় ফ্রন্ট পুনর্গঠনের চেষ্টা শুরু করতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।