Tejashwi Yadav

চিরাগকে তির তেজস্বীর

নীতীশের দল জেডিইউ-র মুখপাত্র সঞ্জয় সিংহের অবশ্য বক্তব্য, ‘‘তেজস্বী তিলকে তাল করছেন। খারিজ করা একটি চিঠিকে নিয়ে অযথা হইচই করা হচ্ছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ০১:৩৯
Share:

তেজস্বী যাদব।

বিহারে অমিত শাহের ভার্চুয়াল র‌্যালির আগে পরিযায়ী শ্রমিকদের নিয়ে নীতীশ কুমারকে আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সেই সঙ্গে এনডিএ শরিক এলজেপি-র নেতা চিরাগ পাসোয়ানের মন্তব্যে সামনে এল শাসক জোটের অভ্যন্তরীণ মতভেদও।

Advertisement

২৯ মে এক চিঠিতে এক উচ্চপদস্থ অফিসার জানান, ১০ লক্ষ পরিযায়ী শ্রমিক বিহারে ফিরেছেন। তাঁদের কাজের সুযোগ তৈরি করতে না পারলে আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। ৪ মে সেই চিঠি প্রত্যাহার করে নেওয়া হয়।

আজ পটনায় আরজেডি-র সদর দফতরে হাজির হয়ে নিজেই একটি হোর্ডিং টাঙান তেজস্বী। তাতে ওই চিঠি নিয়ে নীতীশকে আক্রমণ করা হয়েছে। তেজস্বীর বক্তব্য, ‘‘নীতীশ কুমার সরকার পরিযায়ী শ্রমিকদের গুন্ডা, লুটেরা ভাবছে কেন?’’

Advertisement

নীতীশের দল জেডিইউ-র মুখপাত্র সঞ্জয় সিংহের অবশ্য বক্তব্য, ‘‘তেজস্বী তিলকে তাল করছেন। খারিজ করা একটি চিঠিকে নিয়ে অযথা হইচই করা হচ্ছে।’’

তবে এলজেপি নেতা চিরাগ পাসোয়ানেরও বক্তব্য, ‘‘রাজ্য সরকারের উচিত ওই শ্রমিকদের জন্য কাজের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া। নীতীশজির উদ্দেশ্য নিয়ে আমাদের মনে কোনও সন্দেহ নেই। কিন্তু এ ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে। জোটসঙ্গী হিসেবে আমরা সেগুলি তুলে ধরেছি।’’

সেই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ভোটে জোটের মুখ কে হবেন, নেতা কে হবেন তা বড় শরিক বিজেপি ঠিক করবে।’’ বিহার বিজেপি সূত্রে খবর, নীতীশ কুমারের নেতৃত্ব নিয়ে এখন আর ভাবার অবকাশ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সব সময়ে সঠিক সিদ্ধান্ত নেননি বলে মনে করেন বিজেপি নেতারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement