Suicide Case

‘বিচার এখনও বাকি’, ২৪ পাতার নোটে স্ত্রী, পরিবারকে দায়ী করে চরম পদক্ষেপ যুবকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আদালতে মামলা করেছিলেন স্ত্রী। সেই মামলায় সম্প্রতি সুভাষের বিরুদ্ধে রায় দিয়েছিল আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩২
Share:

—প্রতীকী ছবি।

বাড়িতে প্ল্যাকার্ড টাঙানো। বড় বড় অক্ষরে লেখা, ‘‘বিচার এখনও বাকি’’। বেঙ্গালুরুর ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে যুবকের ঝুলন্ত দেহ। একটি সুইসাইড নোট মিলেছে। তারও শুরুতে লেখা সেই একই লাইন। সেখানে স্ত্রী এবং তাঁর পরিবারের দিকে আঙুল তুলেছেন অতুল সুভাষ নামে ওই যুবক। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

অতুল আদতে উত্তরপ্রদেশেরে বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। চাকরি সূত্রে থাকতেন বেঙ্গালুরুতে। স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। দীর্ঘ দিন দু’জনে আলাদাই থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষের বিরুদ্ধে উত্তরপ্রদেশের আদালতে মামলা করেছিলেন স্ত্রী। সেই মামলায় সম্প্রতি সুভাষের বিরুদ্ধে রায় দিয়েছিল আদালত। তার পরেই তিনি ভেঙে পড়েছিলেন বলে খবর।

২৪ পাতার সুইসাইড নোটের চার পাতা হাতে লেখা। বাকিটা টাইপ করা। সেই নোট পরিচিতদের পাঠিয়ে দেন ওই ব্যক্তি। পাশাপাশি, একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোয়াট্‌সঅ্যাপ গ্রুপেও দিয়েছিলেন। বাড়িতে কোথায় কী রয়েছে, গাড়ির চাবি কোথায়, তার একটি তালিকা তৈরি করে আলমারিতে সেঁটে রেখেছিলেন সুভাষ। ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সুইসাইড নোট। চলছে চর্চা। পুলিশ তাঁর স্ত্রীর এবং পরিজনদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement