Road Accident

ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা পিকআপ ভ্যানের! শান্তিপুরে মৃত্যু তিন জনের

মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। দুমড়ে মুচড়ে যায় সেটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২
Share:

—প্রতীকী ছবি।

নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাটি ঘটে ভোর পাঁচটা নাগাদ। তীব্র শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। পিকআপ ভ্যানে থাকা তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিরা হলেন শিবানন্দ পোদ্দার (৩৫), রবিন ঘোষ (৪১), সুব্রত বিশ্বাস (৪২)। দু’টি গাড়িকেই আটক করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা ফাঁকা লরিটি কলকাতা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। অন্য দিকে, বারাসত থেকে মাজদিয়ায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা লরিটিকে ঘন কুয়াশার কারণে দেখতে পাননি পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয়েরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পিকআপ ভ্যানে থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানের মালিক মৃত শিবানন্দ পোদ্দার বারাসতের বাসিন্দা। গাড়িটি চালাতেন আমডাঙা থানা এলাকার সোনাডাঙার বাসিন্দা রবিন ঘোষ। রানাঘাট থেকে ওই গাড়ি নিয়ে নিয়মিত পাইকারি সব্জি আনতে যেতেন সুব্রত বিশ্বাস। দুর্ঘটনাগ্রস্ত লরির চালক ডালিম শেখ বলেন, “জাতীয় সড়কের ধারে চায়ের দোকানের সামনে লরি দাঁড় করিয়ে চা খাচ্ছিলাম। হঠাৎ করে পিছন থেকে এসে পিকআপ ভ্যান ধাক্কা মারে। আমরা ওঁদের বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু লরির পেছনে পিকআপ ভ্যান ঢুকে গিয়েছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement