Tata

৮৬২ কোটিতে নতুন সংসদ ভবন বানাবে টাটারা

পুরনো সংসদ ভবনের পাশেই প্রায় ৯.৫ একর জমিতে তিনকোণা নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ০১:৫২
Share:

বর্তমান সংসদ ভবনের পাশে এমনই হতে পারে তিনকোণা নতুন সংসদ।

মঙ্গলবারই সংসদে প্রশ্ন উঠেছিল, সরকারের কাছে যখন করোনা মোকাবিলা ও লকডাউনের ধাক্কায় কাজহারা পরিযায়ী শ্রমিকদের সুরাহা দেওয়ার টাকা নেই, তখন ২০ হাজার কোটি টাকা খরচ করে নরেন্দ্র মোদী দিল্লির রাজপথের দু’পাশের এলাকা ঢেলে সাজাতে চলেছেন কেন!

Advertisement

প্রশ্ন সত্ত্বেও মোদী সরকার যে এই প্রকল্প থেকে পিছু হঠছে না, তা বুঝিয়ে আজ কেন্দ্রীয় পূর্ত দফতর নতুন সংসদ ভবন তৈরির দরপত্র খুলে ফেলল। ৮৬১.৯০ কোটি টাকার দর হেঁকে টাটা গোষ্ঠীর টাটা প্রজেক্টস সংস্থা এই বরাত জিতে নিল। সামান্য বেশি, ৮৬৫ কোটি টাকার দর হাঁকায় পিছিয়ে পড়ল লারসেন অ্যান্ড টুবরো।

পুরনো সংসদ ভবনের পাশেই প্রায় ৯.৫ একর জমিতে তিনকোণা নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা হয়েছে। ৮৬১.৯০ কোটি টাকা খরচে এই নতুন সংসদ ভবনের লোকসভায় অন্তত ৯০০ জনের বসার ব্যবস্থা থাকবে। যৌথ অধিবেশনে ১৩৫০ জন বসতে পারবেন। এখন লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩ জন। জনসংখ্যার সঙ্গে লোকসভার আসন সংখ্যা বাড়ার কথা থাকলেও, ১৯৭১-এর জনগণনার পর থেকে কার্যত লোকসভার সদস্য সংখ্যা একই রয়েছে। দক্ষিণ ভারতের যে সব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখেছে, তাদের সাংসদ কমে গেলে ওই রাজ্যগুলিকে বঞ্চিত করা হবে ভেবে প্রথমে ২০০১ পর্যন্ত লোকসভার আসন অপরিবর্তিত রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরে এই সিদ্ধান্তের মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তত দিনে সব রাজ্যেই জনসংখ্যা বৃদ্ধির হার সমান হবে বলে অনুমান। সে ক্ষেত্রে ২০২৬-এর পরে জনসংখ্যার নিরিখে লোকসভার আসন বাড়ানো হতে পারে।

Advertisement

আরও পড়ুন: করোনা আক্রান্ত নিতিন গডকড়ী, টুইট করে জানালেন নিজেই​

আরও পড়ুন: দিল্লি হিংসায় চার্জশিট পুলিশের, ১৫ জন অভিযুক্তের মধ্যে নেই উমর, শরজিলের নাম​

মোদী সরকারের ইচ্ছে, ২০২২-এ স্বাধীনতার ৭৫-তম বছরে ১৫ অগস্টের সময় নতুন সংসদ ভবনে অধিবেশন বসুক। ব্রিটিশ জমানায় তৈরি বর্তমান সংসদ ভবনের উপর বিপুল চাপ পড়ায় তার ক্ষতি হচ্ছে বলেও নগরোন্নয়ন মন্ত্রকের দাবি। তাই ২০২২-এর মার্চের মধ্যেই নতুন সংসদ ভবন তৈরির লক্ষ্য নেওয়া হবে। মোদী সরকার রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার রাজপথ ও তার দু’পাশ নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে, তার জন্য অবশ্য ২০২৪ পর্যন্ত সময়সীমা ধরা হয়েছে। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদী লাটিয়ান্স দিল্লিকে ‘মোদীর দিল্লি’-তে রূপান্তরিত করতে চান। সেই কারণেই পরিযায়ী শ্রমিকদের বদলে দিল্লির ভোলবদল তাঁর অগ্রাধিকারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement