প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। ছবি: পিটিআই।
অসম চুক্তিকে গুরুত্বহীন বলে দাবি করায় আজ অসমের অর্থমন্ত্রী তথা তাঁর এক সময়ের ‘লেফটেন্যান্ট’ হিমন্তবিশ্ব শর্মার সমালোচনায় মুখর হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
তিনি বলেন, ‘‘আমার আমলে হিমন্ত অসম চুক্তি রূপায়ণ বিষয়ক মন্ত্রী ছিলেন। অসম চুক্তির সময় তিনি নিজেই ছিলেন আসু সদস্য। এখন খামোকা বিভ্রান্তি ছড়াতে ও বিজেপির চক্রান্ত সফল করতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন।’’ হিমন্ত অসম চুক্তিতে উল্লেখ থাকা ভিত্তিবর্ষের প্রামাণ্যতা মানতে অস্বীকার করেন। বলেন, অসম চুক্তি বড় কথা নয়, সারা দেশে যা ভিত্তিবর্ষ হবে সেটাই অসমেরও ভিত্তিবর্ষ করে নতুন এনআরসি তৈরি করা দরকার। গগৈ প্রশ্ন তুলেছেন, ‘‘কংগ্রেস আমলে হিমন্তের নেতৃত্বাধীন কমিটিই এনআরসির ভিত্তিবর্ষ ১৯৭১ সাল করার সুপারিশ করেছিলেন। এখন একই লোক তা অস্বীকার করছেন কোন মুখে?’’
প্রতীক হাজেলার ‘দুর্নীতি’ নিয়ে বিজেপি সরব। হাজেলার নেতৃত্বে হওয়া এনআরসিও মানতে চাইছে না বিজেপি। গগৈ বলেন, ‘‘অথচ এই বিজেপিই এনআরসির কৃতিত্ব নিতে ব্যস্ত ছিল। সংসদে এনআরসি তৈরির জন্য গর্ব প্রকাশ করেন অমিত শাহ। বিজেপি যদি জানতই প্রতীক হাজেলার এত দুর্নীতি—তা হলে সুযোগ থাকা সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টে হাজেলার দুর্নীতি নিয়ে হলফনামা দেয়নি?’’