সেথুপতির জন্মদিনের পার্টিতে কেক কাটার সেই দৃশ্য— ফাইল চিত্র।
সহ-অভিনেতা এবং চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে জন্মদিনের পার্টিতে তলোয়ার কেক দিয়ে কেটেছিলেন তিনি। আর সেই ঘটনার ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হতেই ক্ষমা চাইলেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেথুপতি। জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন খারাপ উদাহরণ তৈরি না হয়, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।
তামিল চলচ্চিত্র পরিচালক পোনরাম তাঁর একটি ছবির সেটে সেথুপতির জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। সেখানে হাজির ছিলেন আরও কয়েক জন অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। সেখানে অভিনেতার তরোয়াল দিয়ে কেক কাটার দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। আর সেই সঙ্গে তৈরি হয় বিতর্ক। নেটাগরিকদের একাংশ অভিযোগ তোলেন, অভিনেতার এমন আচরণ হিংসায় উৎসাহ দিচ্ছে।
সেথুপতি শনিবার সোশ্যাল মিডিয়ায় ঘটনার জন্য ক্ষমা চেয়ে পোস্ট করেছেন। তামিলে তিনি লিখেছেন, ‘পোনরামের পরবর্তী ছবিতে ওই তরোয়ালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কেক কাটার সময় সেটি ব্যবহার করেছিলাম। ওই ঘটনা যদি কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী’।
আরও পড়ুন: বিশ্ব পুরোপুরি করোনা-মুক্ত হবে না বলেই আশঙ্কা ‘হু’-র
প্রসঙ্গত, বছর খানেক আগে একটি তামিল সিনেমার পোস্টার এবং ‘টিজার’ মুক্তি পাওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন সেথুপতি। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি তাঁর অভিনীত ওই সিনেমায় তামিল ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনার জেরেও তাঁর অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন সেথুপতি।
আরও পড়ুন: ১৮ হাজার কোটি টাকার অস্ত্র এবং সরঞ্জাম কিনছে সেনা