Apple

কর্মীদের কাছে ক্ষমা, কর্তাকে শাস্তি

আজ এক বিবৃতি জারি করে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০২:৩২
Share:

ছবি: রয়টার্স।

বেঙ্গালুরুর কারখানায় ব্যাপক কর্মী বিক্ষোভের জন্য সংস্থার এক শীর্ষকর্তাকে দায়ী করে তাঁকে সরিয়ে দিল তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন কর্পোরেশন। আজ এক বিবৃতি জারি করে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতে সংস্থার দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট লি-কে সরিয়ে দেওয়া হচ্ছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা তদন্ত করে দেখেছি যে, অনেক কর্মীকে ঠিক সময়ে ঠিক মতো বেতন দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের অপ্রিয় পরিস্থিতি যাতে এড়ানো যায়, তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছি আমরা।’’ আজ অ্যাপলও জানিয়েছে, নিজস্ব অডিটর দিয়ে তদন্ত চালাচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement