Swati Maliwal

স্বাতীর বাঁ পা, ডান গালে রয়েছে ক্ষতচিহ্ন, কী কী বলছে নিগৃহীত আপ সাংসদের মেডিক্যাল রিপোর্ট

এফআইআরে স্বাতী জানিয়েছিলেন, তাঁকে ‘বলপ্রয়োগ করে বার বার’ মেরেছেন বৈভব। ‘সাত থেকে আট বার তাঁকে ঘুষি এবং চড়’ মারা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৭:৫৮
Share:

শুক্রবার কেজরীওয়ালের বাড়ি থেকে বেরিয়ে আসছেন স্বাতী মালিওয়াল। ছবি: পিটিআই।

আম আদমি পার্টি (আপ) সাংসদ স্বাতী মালিওয়ালের বাঁ পায়ের বুড়ো আঙুলের পাশে এবং ডান গালে ক্ষতচিহ্ন রয়েছে। এমনটাই বলছে এমসের রিপোর্ট। গত সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করেছেন স্বাতী। শুক্রবার স্বাতীর মেডিক্যাল পরীক্ষা করানো হয় এমসে। সেই রিপোর্টেই বলা হয়েছে, স্বাতীর শরীরের দু’জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে। আপ সাংসদের অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেফতার করা হয়েছে বৈভবকে। আপ প্রধান কেজরী যদিও এই বিষয়ে কিছু বলেননি। তিনি ‘রাজনৈতিক প্ররোচনা’রই ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

স্বাতীর দাবি, গত ১৩ মে কেজরীওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তিনি। সে সময়ই তাঁকে শারীরিক নিগ্রহ করেন কেজরীর ব্যক্তিগত সচিব বৈভব কুমার। বৃহস্পতিবার এই নিয়ে দায়ের হয় এফআইআর। তাতে স্বাতী জানিয়েছিলেন, তাঁকে ‘বলপ্রয়োগ করে বার বার’ মেরেছেন বৈভব। ‘সাত থেকে আট বার তাঁকে ঘুষি এবং চড়’ মারা হয়েছে। এমসের মেডিকো-লিগ্যাল সার্টিফিকেট (এমএলসি)-এ বলা হয়েছে, ‘‘স্বাতীর বাঁ পায়ের বুড়ো আঙুলের কাছে প্রায় ৩ সেন্টিমিটার দীর্ঘ, ২ সেন্টিমিটার চওড়া ক্ষতচিহ্ন রয়েছে। ডান চোখের নীচে ডান গালে ২ সেন্টিমিটার দীর্ঘ এবং ২ সেন্টিমিটার চওড়া ক্ষতচিহ্ন রয়েছে।’’

স্বাতী কী ভাবে আঘাত পেয়েছিলেন, তা-ও বলা রয়েছে রিপোর্টে। স্বাতী অভিযোগ করে জানিয়েছেন, বার বার তাঁকে চড় মারা হয়েছিল। এর পর তাঁকে ঠেলে দেওয়া হয়। তখন শক্ত কিছুতে ধাক্কা খেয়ে তাঁর মাথায় আঘাত লাগে। রিপোর্টে আরও বলা হয়েছে, ‘‘ধাক্কা খেয়ে স্বাতী মেঝেতে পড়ে যান। তাঁর বুকে, পেটে, পিছনে পা দিয়ে বার বার আঘাত করা হয়।’’

Advertisement

দিল্লি পুলিশ এবং ফরেন্সিক দল শুক্রবার কেজরীর বাসভবনে স্বাতী ‘নিগ্রহকাণ্ডের’ তথ্যপ্রমাণ এবং নমুনা সংগ্রহে গিয়েছিলেন। তার পরেই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী একটি ভিডিয়ো ফুটেজ (আনন্দবাজার অনলাইন যার সত্যতা যাচাই করেনি) প্রকাশ করে দলেরই সাংসদ স্বাতীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছিলেন। এর পরেই শনিবার সকালে স্বাতী অভিযোগ তোলেন ভিডিয়োটি বিকৃত করা হয়েছে। এক্স পোস্টে তিনি লেখেন, ‘‘আমার কাছে তথ্য আছে যে, ওই লোকেরা এখন বাড়ির সিসিটিভিতে কারসাজি করছে।’’ ওই পোস্টে দিল্লি পুলিশকে ‘ট্যাগ’ করেন স্বাতী। তার পরেই আরও একটি ভিডিয়ো প্রকাশ করে কেজরীর দল। প্রকাশিত ভিডিয়োতে (আনন্দবাজার অনলাইন যার সত্যতা যাচাই করেনি) দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী কেজরীর বাসভবন থেকে পুলিশি ঘেরাটোপে বেরিয়ে আসছেন স্বাতী। এর মধ্যেই প্রকাশ্যে এল এমসের রিপোর্ট। সেখানে স্বাতীর শরীরে আঘাতচিহ্নের বিষয়ে বিশদে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement