Indore

স্বচ্ছতায় ফের সেরা ইনদওর

গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের কোনও শহর বা পুরসভা এই সমীক্ষায় অংশ নেয় না। এ বছরও রাজ্য অনুপস্থিত। কেন্দ্রীয় সরকারের অন্য সমীক্ষায় ভাগ নিলেও পশ্চিমবঙ্গ এ ক্ষেত্রে প্রতিযোগিতার বাইরেই থেকে গিয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০২:১৬
Share:

দেশ জুড়ে প্রায় এক মাস ধরে চলা সমীক্ষা জানিয়েছে, ইনদওর শহরই সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন। —ফাইল চিত্র।

দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা ফের পেল মধ্যপ্রদেশের ইনদওর। এই নিয়ে পরপর চার বার। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতার সমীক্ষায় ইনদওরের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে গুজরাতের সুরত ও মহারাষ্ট্রের নবী মুম্বই।

Advertisement

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের এই ‘স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা’-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী গঙ্গার নিকটবর্তী শহরগুলির মধ্যে স্বচ্ছতার নিরিখে প্রথম হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে কানপুর, মুঙ্গের, প্রয়াগরাজ ও হরিদ্বার।

গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের কোনও শহর বা পুরসভা এই সমীক্ষায় অংশ নেয় না। এ বছরও রাজ্য অনুপস্থিত। কেন্দ্রীয় সরকারের অন্য সমীক্ষায় ভাগ নিলেও পশ্চিমবঙ্গ এ ক্ষেত্রে প্রতিযোগিতার বাইরেই থেকে গিয়েছে।

Advertisement

এ বছর ছত্তীসগঢ় সব থেকে পরিচ্ছন্ন রাজ্যের পুরস্কার পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ঝাড়খণ্ড। রাজধানী শহরগুলির মধ্যে প্রথম হয়েছে দিল্লির নয়াদিল্লি পুরসভার অধীন এলাকা। যার মধ্যে মূলত লাটিয়েন্স দিল্লি ও ভিআইপি এলাকা পড়ে। মূলত কোন এলাকা কতটা প্রকাশ্যে শৌচমুক্ত এবং জনসাধারণের জন্য শৌচাগার, প্লাস্টিক বর্জন, বর্জ্য ব্যবস্থাপনা ও নিকাশি ব্যবস্থায় উন্নত, তার নিরিখেই এই সমীক্ষা হয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement