কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।
তিনি বিধানসভার বিরোধী দলনেতা। তাই তাঁকে আটকাতে পশ্চিমবঙ্গ সরকার ২৬টি মামলা করেছে বলে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে কোথায়-কবে কী মামলা হয়েছে সেই সংক্রান্ত একটি ইস্তাহার তুলে দেন শুভেন্দু। বিজেপির ওই নেতার দাবি, যা দেখে শাহও বলেন, “পুরো রাজ্য জুড়েই দেখছি তোমার নামে মামলা হয়েছে।” অন্য দিকে তৃণমূলের কটাক্ষ, “আদালতের রক্ষাকবচ পেয়েও এত নালিশ!”
গত কাল দলীয় বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন শুভেন্দু। আজ দুপুর আড়াইটা নাগাদ শাহের সঙ্গে দেখা করতে সংসদে পৌঁছন তিনি। প্রায় আধ ঘণ্টা বৈঠক শেষে শুভেন্দু ওই ইস্তাহার দেখিয়ে দাবি করেন, তাঁর বিরুদ্ধে রাজ্য যে ক’টি ভুয়ো মামলা করেছে সেগুলির বিস্তারিত বিবরণ ওই ইস্তাহারে আছে। যা তিনি শাহের হাতেও তুলে দিয়েছেন। সব মিলিয়ে ২৬টি মামলার উল্লেখ ওই ইস্তাহারে রয়েছে। ইস্তাহারটির নাম রেখেছেন ১৯৫৬। ব্যাখ্যায় শুভেন্দু বলেন, “ওই সংখ্যক ভোটে আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলাম।”
রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ছাড়াও কী ভাবে তাঁকে বিরোধী দলনেতা হওয়ার কারণে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দলের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে সেই বিষয়টি শাহের কাছে তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘রাজ্য জুড়ে আমার নামে ভুয়ো মামলা করা হচ্ছে। কী ভাবে পশ্চিমবঙ্গ ও তেলঙ্গানা সরকার রাজ্য প্রশাসনকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে তা দেশবাসীর জানা উচিত।’’ ওই ইস্তাহারটি শুভেন্দু আজ দলীয় সভাপতি জে পি নড্ডা ও উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের হাতেও তুলে দেন। শুভেন্দুর দাবি, আজ সংসদে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়। শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। উনি আশীর্বাদ করেছেন। আমার দিল্লি সফর সফল।”
সাংবাদিকদের তরফে আজ শুভেন্দুকে প্রশ্ন করা হয়, যে তিনটি তারিখের কথা বলেছিলেন তার মধ্যে দু’টি অতিক্রান্ত। ২১ তারিখ বাকি। শুভেন্দু এ প্রসঙ্গে বলেন, “এমনিই বলেছিলাম। তবে ওই দিন কাঁথিতে আমার সভা রয়েছে।”