Accident in Gujarat

ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা, সামলাতে না পেরে স্কুটারের গায়ে ধাক্কা গাড়ির, মৃত দুই

গুজরাতের আমদাবাদের ঘটনা। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে তিনি মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:১৭
Share:

ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন স্কুটারে সওয়ার দুই যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দুরন্ত গতিতে ছুটে গিয়ে ডিভাইডারে ধাক্কা দিল এসইউভি গাড়ি। তার অভিঘাতে গাড়ি শূন্যে উড়ে পড়ল পাশের লেনে। সেই লেনে তখন আসছিল একটি স্কুটার। তাতে শেষ পর্যন্ত ধাক্কা দিয়ে থামল গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারালেন স্কুটারের দুই আরোহী। গুজরাতের আমদাবাদের ঘটনা। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে তিনি মত্ত অবস্থায় ছিলেন।

Advertisement

রবিবার রাতে আমদাবাদের নারোদা-দেহগম সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তায় বসানো সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। ফুটেজে দেখা গিয়েছে, দুরন্ত গতিতে ছুটছিল এসইউভি গাড়িটি। সামনে ছিল একটি অটো। সেটিকে ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা খায় গাড়ি। ধাক্কা খেয়ে প্রায় পাঁচ সেকেন্ড শূন্যে ভেসে পাশের লেনে পড়ে সেই গাড়ি। তার ধাক্কায় প্রাণ যায় স্কুটারের দুই আরোহীর। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অমিত রাঠোর (২৬), বিশাল রাঠোর (২৭)।

সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ছুটে এসে ঘাতক গাড়ির চালককে ধরে ফেলেন। তার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেন। বাইক আরোহী দুই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ৪.৬১ লক্ষ দুর্ঘটনা হয়েছে দেশে। ১ লক্ষ ৬৮ হাজার জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। গড়ে প্রতি দিন দেশে ৪৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭০ শতাংশের বয়স ৪৫ বছরের কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement