National

পাকিস্তানে গিয়ে নিখোঁজ দুই সুফি ফিরছেন সোমবার: সুষমা

পাকিস্তানে গিয়ে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার নিখোঁজ হয়ে যাওয়া দুই সুফি ধর্মগুরু নিরাপদেই রয়েছেন। আগামী কাল, সোমবার তাঁরা ফিরে আসছেন দেশে। টুইট করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রবিবার এ খবর দিয়ে বলেছেন, ‘‘এক জন সুফি ধর্মগুরু সৈয়দ নাজিম আলি নিজামির সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। ওই সুফি ধর্মগুরু এখন করাচিতে রয়েছেন। উনি আমাকে টেলিফোনে বললেন, নিরাপদেই রয়েছেন। কাল, সোমবার দিল্লিতে ফিরে আসছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৭:২২
Share:

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

পাকিস্তানে গিয়ে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার নিখোঁজ হয়ে যাওয়া দুই সুফি ধর্মগুরু নিরাপদেই রয়েছেন। আগামী কাল, সোমবার তাঁরা ফিরে আসছেন দেশে।

Advertisement

টুইট করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রবিবার এ খবর দিয়ে বলেছেন, ‘‘এক জন সুফি ধর্মগুরু সৈয়দ নাজিম আলি নিজামির সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। ওই সুফি ধর্মগুরু এখন করাচিতে রয়েছেন। উনি আমাকে টেলিফোনে বললেন, নিরাপদেই রয়েছেন। কাল, সোমবার দিল্লিতে ফিরে আসছেন।’’

আরও পড়ুন- হুজি নেতা সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে

Advertisement

শনিবারই পাকিস্তানের তরফে দিল্লিকে জানানো হয়, সে দেশে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই ভারতীয় সুফি ধর্মগুরুর হদিশ মিলেছে। তাঁরা করাচিতে রয়েছেন। গতকাল ওই দুই সুফি ধর্মগুরুর হালহদিশ জানতে বিদেশ বিষয়ে পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী।

সুফি ধর্মগুরু সৈয়দ নাজিম আলি নিজামি ও তাঁর ৮০ বছর বয়সী কাকা সৈয়দ আসিফ নিজামি তাঁর এক তুতো বোনকে দেখতে করাচিতে গিয়েছিলেন গত ৮ মার্চ। আগামী কালই তাঁদের ভারতে ফেরার কথা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement