পুলিশ সুপার বিশাল বঘেলা বলেন, ‘‘হিম্মতনগরের ছাপারিয়া এলাকায় পুরসভা উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এই এলাকার কাছেই গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল। নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে।’’ জহাঙ্গিরপুরীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে থামে বুলডোজ়ার অভিযান।
ফাইল চিত্র।
দিল্লির জহাঙ্গিরপুরীতে হনুমান জয়ন্তী ও অন্য সাত রাজ্যে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার তদন্ত চেয়ে আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে ওই ঘটনাগুলির তদন্ত চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী বিশাল তিওয়ারি। অন্য দিকে দিল্লির পরে বিজেপি শাসিত গুজরাতেও গোষ্ঠী সংঘর্ষের পরে বুলডোজ়ার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে পুরসভা।
আজ বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাই প্রশ্ন করেন, ‘‘আপনি প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত চাইছেন? তাঁদের কারও সময় আছে? খোঁজ নিয়ে দেখুন। এটা কী ধরনের প্রার্থনা? এমন কিছু চাইবেন না যা এই আদালত দিতে পারে না।’’ সংঘর্ষ নিয়ে তদন্তের পাশাপাশি মধ্যপ্রদেশ, গুজরাত ও উত্তরপ্রদেশে ‘বুলডোজ়ারের মাধ্যমে বিচার’ নিয়েও তদন্ত চেয়েছিলেন আবেদনকারী। কয়েকটি রাজ্যে সংঘর্ষ ও অন্য অপরাধে অভিযুক্তদের বাড়ি-দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে।
বস্তুত এ দিনই গুজরাতের হিম্মতনগরে দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে পুরসভা। বেআইনি কাঠামো ভাঙতে ব্যবহার করা হচ্ছে বুলডোজ়ার। ওই এলাকায় সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল। দিল্লির জহাঙ্গিরপুরীর মতোই এ ক্ষেত্রেও পুরসভার যুক্তি হল, হিম্মতনগরে দখল উচ্ছেদের অভিযান চলছে। পুলিশ সুপার বিশাল বঘেলা বলেন, ‘‘হিম্মতনগরের ছাপারিয়া এলাকায় পুরসভা উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এই এলাকার কাছেই গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল। নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে।’’ জহাঙ্গিরপুরীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে থামে বুলডোজ়ার অভিযান।