গুরমিত রাম রহিম। —ফাইল ছবি।
ডেরা সাচা সৌদা গোষ্ঠীর প্রধান গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ধর্মগ্রন্থের অবমাননার মামলায় স্থগিতাদেশ উঠল। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে ওই মামলাতেও বিপাকে পড়লেন রাম রহিম। তাঁকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। খুন-ধর্ষণের মামলায় জেলে রয়েছেন রাম রহিম। তবে মাঝে মাঝেই প্যারোল ও ফারলোর মাধ্যমে মুক্তি পান তিনি। রাজনৈতিক কারণেই বিজেপি মাঝে মাঝে তাঁর মুক্তির ব্যবস্থা করে বলে দাবি বিরোধীদের।
২০১৫ সালে পঞ্জাবের বারগারিতে শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের অবমাননার অভিযোগ ওঠে। ঘটনার জেরে বিক্ষোভ শুরু হয়। গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। বেহবল কালান এলাকায় গুলিতে নিহত হন ২ জন। কোটকাপুরায় আহত হন অনেকে।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ঘটনায় রাম রহিম ও সাত জন ডেরা সমর্থকের বিরুদ্ধে মামলা ফরিদকোট থেকে চণ্ডীগড়ে সরায় সুপ্রিম কোর্ট। তার আগেই ঘটনার সিবিআই তদন্তের আর্জি জানিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন খোদ রাম রহিম। ২০১৭ সালে পঞ্জাব বিধানসভা ভোটে অন্যতম বিষয় হয়ে ওঠে এই ধর্মগ্রন্থের অবমাননা।
পরে হাই কোর্ট রাম রহিমের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ জারি করে। সেই স্থগিতাদেশই খারিজ করেছে সুপ্রিম কোর্ট।