Supreme Court

বিবাহবিচ্ছেদের পর কত হবে খোরপোশের অঙ্ক, আট বিষয় খতিয়ে দেখার ‘পরামর্শ’ শীর্ষ আদালতের

দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলির প্রতি শীর্ষ আদালতের ‘পরামর্শ’, আট মানদণ্ডের কথা মাথায় রেখেই তারা যেন বিবাহবিচ্ছিন্না স্ত্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১
Share:

কোন কোন মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে খোরপোশের পরিমাণ? আট মানদণ্ডের কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কোন কোন মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে খোরপোশের পরিমাণ? একটি বিবাহবিচ্ছেদের মামলায় আট মানদণ্ডের কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলির প্রতি শীর্ষ আদালতের ‘পরামর্শ’, এই আট মানদণ্ডের কথা মাথায় রেখেই তারা যেন বিবাহবিচ্ছিন্না স্ত্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করে।

Advertisement

বুধবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ আট মানদণ্ডের কথা জানিয়েছে।

Advertisement

স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা

ভবিষ্যতে স্ত্রী এবং সন্তানদের ন্যূনতম চাহিদা

উভয় পক্ষের (স্বামী এবং স্ত্রী) শিক্ষাগত যোগ্যতা এবং পেশা

আয়ের উৎস এবং সম্পত্তির পরিমাণ

শ্বশুরবাড়িতে থাকার সময়ে স্ত্রীর জীবনযাত্রার মান

তিনি কি পরিবারকে দেখার জন্য চাকরি ছেড়েছেন

কর্মহীন স্ত্রীর আইনি লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ

ভরণপোষণের খরচ ছাড়াও স্বামীর অন্যান্য খরচ, আর্থিক অবস্থা এবং তাঁর আয়

বুধবার বিবাহবিচ্ছেদের একটি মামলা শুনছিল সুপ্রিম কোর্ট। সেখানে জনৈক প্রবীণকুমার জৈনকে প্রাক্তন স্ত্রী অঞ্জু জৈনের কাছে ভরণপোষণের খরচ বাবদ ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওই মামলার সূত্রেই ওই আট মানদণ্ডের কথা জানায় দুই বিচারপতির বেঞ্চ।

সম্প্রতি বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক তরুণের আত্মহত্যা নিয়ে শোরগোল পড়েছে দেশে। দাম্পত্যকলহের মামলায় তাঁর বিরুদ্ধে রায় দিয়েছে উত্তরপ্রদেশের এক পারিবারিক আদালত। এর পরে তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে পাওয়া যায় ২৪ পাতার একটি সুইসাইড নোট। একটি প্ল্যাকার্ডও উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, “বিচার এখনও বাকি”। তরুণের পরিবারের অভিযোগ, তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এই আবহেই নিষ্ঠুরতা সংক্রান্ত আইনের অপব্যবহার নিয়ে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ৪৯৮ (এ) ধারার মূল লক্ষ্য স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের সুরক্ষিত রাখা। কিন্তু গত কয়েক বছরে দাম্পত্যকলহের মামলা দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এই ধারার অপব্যবহারের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement