উন্নাও-কাণ্ডে এমসে কোর্ট

কিন্তু গত মাসে রায়বরেলীতে একটি ট্রাক দুর্ঘটনায় মারাত্মক জখম হন ওই তরুণী। আহত হন তাঁর আইনজীবীও। তাঁর দুই আত্মীয়া দুর্ঘটনায় মারা যান।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৪
Share:

ফাইল চিত্র।

উন্নাওয়ের নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করতে এমসেই অস্থায়ী আদালত গঠন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে তিনি যখন নাবালিকা ছিলেন, উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিধায়ক কুলদীপ সেঙ্গার তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই তরুণী। কুলদীপ আপাতত জেলে।

Advertisement

কিন্তু গত মাসে রায়বরেলীতে একটি ট্রাক দুর্ঘটনায় মারাত্মক জখম হন ওই তরুণী। আহত হন তাঁর আইনজীবীও। তাঁর দুই আত্মীয়া দুর্ঘটনায় মারা যান। গোটা ঘটনা কুলদীপের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার দুর্ঘটনার তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় লখনউয়ের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির এমসে স্থানান্তরিত করা হয়েছিল ওই নির্যাতিতা ও তাঁর আইনজীবীকে।
কিছু দিন আগে আইসিইউ থেকে সরানো হয়েছে ওই তরুণীকে। কিন্তু তাঁর এখনও নড়াচড়ার অবস্থা নেই। এই অবস্থায় তাঁর বয়ান রেকর্ড করার জন্য হাসপাতালেই অস্থায়ী কোর্ট গড়ার আর্জি জানিয়েছিল সিবিআই। যাতে শুক্রবার সায় দিয়েছে আদালত। তবে তরুণীর আইনজীবী এখনও অত্যন্ত সঙ্কটজনক। তাঁর বয়ানও রেকর্ড করা সম্ভব হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement