Supreme Court

স্ত্রী-সন্তানদের খুনের জন্য, এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারক পিএস নরসিংহ এবং জেবি পর্দিওয়ালা আপাতত হাই কোর্টের রায়কে চূড়ান্ত বলে মানেননি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২২:২৩
Share:

সুপ্রিম কোর্টের ঘোষণা। ফাইল চিত্র।

নিজের স্ত্রী এবং সন্তানদের খুন করার অভিযোগে এক ব্যক্তিকে এলাহাবাদ হাই কোর্ট থেকে মৃত্যুদণ্ড দিলেও, সুপ্রিম কোর্ট সাময়িক ভাবে তাতে স্থগিতাদেশ জারি করল। শুধু তাই নয়, বিচারপতিরা একটি উপযুক্ত দল গঠনের উপদেশ দিয়েছেন, যা অভিযুক্তের মানসিক সমস্যাগুলি খুটিয়ে দেখবে। অভিযুক্ত তাঁর স্ত্রী এবং ৪ মেয়েকে, ২০১১ সালের নভেম্বর মাসে খুন করেছিলেন।

Advertisement

চলতি বছরের গত ৯ মে, এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অভিযুক্ত দীনদয়াল তেওয়ারির বিরুদ্ধে ওঠা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় সেই রায়ে। তবে, ৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারক পিএস নরসিংহ এবং জেবি পর্দিওয়ালা আপাতত হাই কোর্টের রায়কে চূড়ান্ত বলে মানেননি। তাঁরা মৃত্যুদণ্ডের বদলে লখনউের এক মেডিক্যাল দলকে দায়িত্ব দিয়েছেন ওই অভিযুক্তের মনস্তাত্ত্বিক মূল্যায়ন এবং মানসিক চিকিৎসাবিধানের জন্য। দলটিকে ৮ সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে এবং রিপোর্ট আদালতে জমা দেওয়ার আদেশও দিয়েছেন বিচারপতিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement