মুম্বাইয়ের এক আবাসনের লিফ্টে, একজন এসি মিস্ত্রি ৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করল । -প্রতীকী ছবি।
এসি সারাই করতে এসে একজন মিস্ত্রি ৫ বছরের নাবালিকাকে ধর্ষণ করল ওই আবাসনেরই লিফ্টে। এমনই এক অভিযোগ করেছেন নাবালিকার মা পুলিশের কাছে। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মুম্বইয়ের এক আবাসনে ঘটেছে।
সেখানকার স্থানীয় থানার পুলিশ আধিকারিক জিতেন্দ্র সোনাওয়ানা শনিবার জানান, ১৯ বছরের অভিযুক্ত যুবক ওই আবাসনের এক ফ্ল্যাটে এসি মেশিন ঠিক করতে এসেছিল। বেরিয়ে যাওয়ার সময়, ৫ বছরের ওই নাবালিকাকে আবাসনের সামনের মাঠে খেলতে দেখতে পায়। সকলের চোখ এড়িয়ে, শিশুটিকে লিফ্টে নিয়ে এসে যৌন নির্যাতন করে সেই অভিযুক্ত। নাবালিকার মা পুলিশের কাছে দাবি করেন, তাঁর মেয়ে ঘরে ঢুকে অসুস্থ বোধ করছিল এবং তার কিছু ক্ষণ পরে সে বমি করতে শুরু করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার মা পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার পরে পুলিশ অভিযুক্তকে ওই আবাসন থেকেই গ্রেফতার করে।
অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ধারায় ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে শুক্রবার বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। তবে, তদন্ত এখনও চলছে।