Supreme Court

রাজস্থান: খারিজ দলত্যাগ মামলা

বিএসপির টিকিটে জয়ী হওয়া ৬ বিধায়ক কংগ্রেসে যোগ দেওয়ায় এবং স্পিকার এতে স্বীকৃতি দেওয়ায় জোরালো আপত্তি উঠেছিল বিজেপি শিবির থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০২:০০
Share:

ছবি: সংগৃহীত।

রাজস্থানের ছয় বিধায়কের বিএসপি থেকে কংগ্রেসে যাওয়া নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপির এক বিধায়ক। সেই অভিযোগ শোনার জন্য বিধানসভার স্পিকারকেই দায়িত্ব দিল রাজস্থান হাইকোর্ট। হাইকোর্টের সিদ্ধান্ত জানার পরে সুপ্রিম কোর্টও ওই সংক্রান্ত মামলাটি খারিজ করেছে।

Advertisement

বিএসপির টিকিটে জয়ী হওয়া ৬ বিধায়ক কংগ্রেসে যোগ দেওয়ায় এবং স্পিকার এতে স্বীকৃতি দেওয়ায় জোরালো আপত্তি উঠেছিল বিজেপি শিবির থেকে। বিএসপি নেত্রী মায়াবতী এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন ঠিকই। কিন্তু এক কদম এগিয়ে বিজেপি বিধায়ক মদন দিলওয়ার আদালতে আবেদন জানিয়েছিলেন, বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগ দেওয়া আটকানো হোক। আজ হাইকোর্ট বলেছে, দিলওয়ারের অভিযোগ শুনবেন স্পিকারই। বিষয়টি নিয়ে আগামী তিন মাসের মধ্যে ফয়সালা করবেন তিনিই।

একই দিনে এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টেও উঠেছিল। বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদান নিয়ে হাইকোর্টের ফয়সালার কথা আজ শীর্ষ আদালতে জানান স্পিকারের আইনজীবী কপিল সিব্বল। তার পরে বিজেপি বিধায়কের মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement