Road Accident Victims

পথ দুর্ঘটনার প্রথম ঘণ্টায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিনামূল্যে চিকিৎসার প্রকল্প আনুন: সুপ্রিম কোর্ট

পথ দুর্ঘটনার প্রথম এক ঘণ্টার মধ্যে কোনও আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিনামূল্য চিকিৎসা দিতে হবে। কেন্দ্রকে ১৪ মার্চের মধ্যে এ বিষয়ে প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:১১
Share:

পথ দুর্ঘটনার আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রকে প্রকল্প আনার নির্দেশ সুপ্রিম কোর্টের। —ফাইল চিত্র।

পথ দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টার মধ্যে হাসপাতালে গেলে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এই মর্মে কোনও প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৪ মার্চের মধ্যে কেন্দ্রকে এই প্রকল্প চালু করার জন্য বলা হয়েছে। সাধারণত কোনও পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দুর্ঘটনার পরের প্রথম এক ঘণ্টাকে ভীষণ গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়। এই এক ঘণ্টাকে চিকিৎসার ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়।

Advertisement

দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টায় যাঁদের চিকিৎসা শুরু হয়, তাঁদের ক্ষেত্রে চিকিৎসা সবচেয়ে বেশি ফলপ্রসূও হয়। অনেক ক্ষেত্রে প্রথম এক ঘণ্টায় চিকিৎসা শুরু না হলে, আহতদের মৃত্যুর সম্ভাবনাও থাকে। বুধবার এই আশঙ্কার দিকটি উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌র বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টায় আহত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য কেন্দ্র। মোটর ভেহিকল্‌স অ্যাক্টের ১৬২ ধারা অনুসারে ওই সময়ে বিনামূল্যে চিকিৎসা দিতে একটি প্রকল্প থাকতে হবে।

Advertisement

নির্দেশনামায় শীর্ষ আদালত জানিয়েছে, আইনের ধারা অনুসারে একটি প্রকল্প চালু করার জন্য কেন্দ্রের কাছে যথেষ্ট সময় ছিল। এই প্রকল্প এক বার চালু হয়ে গেলে অনেক মানুষের প্রাণ বাঁচবে। অনেকেই আছেন যাঁরা প্রথম এক ঘণ্টায় প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা যান। এই অবস্থায় শীর্ষ আদালতের নির্দেশ, আগামী ১৪ মার্চের মধ্যে এই প্রকল্প চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রকল্প চালু করার জন্য এর চেয়ে বেশি সময় দেওয়া যাবে না।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসা শুরুর আগে পুলিশের পৌঁছনোর জন্য অপেক্ষা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কোনও কোনও ক্ষেত্রে হাসপাতালে চিকিৎসার খরচও তুলনামূলক ভাবে বেশি হয়। সে ক্ষেত্রে চিকিৎসার খরচ পাওয়া নিয়েও চিন্তায় থাকেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই কারণেই প্রকল্পটির প্রয়োজন রয়েছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যে প্রকল্পের একটি খসড়া আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানে দুর্ঘটনার পর প্রথম সাত দিন সর্বোচ্চ দেড় লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement