নাবালিকা বিবাহ রুখতে কী ব্যবস্থা, কেন্দ্রের কাছে জানতে চাইল শীর্ষ আদালত। ফাইল চিত্র।
নাবালিকা বিবাহ রুখতে কী পদক্ষেপ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্রকে রাজ্যগুলির সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেয়। জুলাই মাসে মামলাটির পরবর্তী শুনানি।
২০০৬ সালের নাবালিকা বিবাহ প্রতিরোধ আইনের প্রয়োগ নিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির অভিযোগ, নাবালিকা বিবাহ রুখতে ওই আইনের প্রয়োগ না হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। তার পরই কেন্দ্রের কৌঁসুলিকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে সবিস্তারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি কেন্দ্রের নারী এবং শিশুকল্যাণ মন্ত্রককে রাজ্যগুলির কাছ থেকে প্রকৃত চিত্রটা জানার নির্দেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য বিচারপতি পিএস নরসীমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এই মামলায় কেন্দ্রকে নির্দেশ দেন, নাবালিকা বিবাহ রুখতে কী পদক্ষেপ করা হয়েছে, তা সত্বর আদালতকে জানাতে হবে।
কেন্দ্রের তরফে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল মাধবী দিবান। তিনি আদালতে জানান, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ধর্মনির্বিশেষে দেশের সব মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ২১ করার জন্য সংসদে বিল পাশ করিয়েছে। বিষয়টি স্ট্যান্ডিং কমিটির কাছে বিচারাধীন বলেও জানিয়েছেন তিনি। নাবালিকা বিবাহ রোখার ক্ষেত্রে রাজ্যগুলিকেই এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর মতে, আইন মোতাবেক নাবালিকা বিবাহ রোখার জন্য আধিকারিক নিয়োগ করার দায়িত্ব রাজ্যগুলির উপরেই বর্তায়।