(বাঁ দিকে) সুনীতা কেজরীওয়াল। অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে) । — ফাইল চিত্র।
তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি! রবিবার এই দাবিই করলেন তাঁর স্ত্রী সুনীতা কেজরীওয়াল। তিনি আরও দাবি করলেন যে, জেলে কেজরীর প্রত্যেকটি খাবার পরখ করে দেখছেন কর্তৃপক্ষ।
রবিবার রাঁচীতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একটি জনসভা ছিল। সেখানেই সুনীতা বলেন, ‘‘ওঁর খাবারে নজর রাখার জন্য ক্যামেরা বসানো হয়েছে। খাবারে তিনি যত বার কামড় দিচ্ছেন, নজরে রাখা হচ্ছে। এটা লজ্জাজনক। তিনি ডায়াবিটিসের রোগী। ১২ বছর ধরে ইনসুলিন নিচ্ছেন। জেলে তাঁকে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না। ওরা দিল্লির মুখ্যমন্ত্রীকে খুন করতে চাইছে।’’
সুনীতা এও দাবি করেছেন যে, দিল্লির মুখ্যমন্ত্রীর পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে দোষী প্রমাণিত করার আগেই জেলে ভরেছে বিজেপি। একে ‘একনায়কতন্ত্র’ বলে দাবি সুনীতার। তাঁর কথায়, ‘‘ওরা কেজরীওয়াল এবং হেমন্ত সোরেনকে জেলে ভরেছে দোষী প্রমাণ হওয়ার আগেই। একে বলে একনায়কতন্ত্র। আমার স্বামীর দোষ কী? ভাল শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দিচ্ছিলেন তিনি?’’ সুনীতার আরও দাবি, দিল্লির মানুষজনের জন্য নিজের জীবন দিয়েছেন কেজরী। তিনি আইআইটি থেকে পাশ করেছেন। বিদেশ গিয়ে থিতু হতে পারতেন। কিন্তু দেশপ্রেমের কারণে তা করেননি। তাঁর কথায়, ‘‘আইআরএস অফিসার হয়েও মানুষের সেবা করবেন বলে চাকরি থেকে ছুটি নিয়েছেন। মানুষের জন্য জীবন বাজি রেখেছেন।’’
সুনীতার অভিযোগ, জেলে কেজরীকে ইনসুলিন পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘‘গত ১২ বছর ধরে রোজ ৫০ ইউনিট করে ইনসুলিন নেন কেজরীওয়াল। জেলে তাঁকে সেটা দেওয়া হচ্ছে না। ওরা কেজরীর ভাবনা বোঝে না। কেজরী খুবই সাহসী। সিংহের মতো। জেলে বসেও ওঁর চিন্তা ভারতমাতাকে নিয়ে।’’
এর আগে ইডি আদালতে দাবি করেছিল, জেলে বসে আম খাচ্ছেন কেজরী। ইডির আরও দাবি, নিজের ব্লাড সুগারের মাত্রায় তারতম্য ঘটছে, এমনটা দেখিয়েই জামিন নিশ্চিত করতে চাইছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরীওয়াল। যদিও কেজরীওয়ালের আইনজীবী বিবেক জৈন ইডির দাবি খারিজ করে দিয়ে পাল্টা দাবি করেছেন যে, কেবল সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্যই এই সমস্ত মন্তব্য করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত জেল কর্তৃপক্ষের কাছে কেজরীওয়ালের খাবারদাবার সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে। এ বার সুনীতা রাঁচীর সভায় দাবি করলেন, জেলে কেজরীওয়ালকে ইনসুলিন দেওয়া হচ্ছে না।