Shiromani Akali Dal

বিতর্কের মুখে অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা সুখবীরের, নির্বাচন হবে উত্তরসূরি বাছতে

দীর্ঘ ২৮ বছর অকালি দলের শীর্ষপদে ছিলেন বাদল পরিবারের দুই সদস্য প্রকাশ সিংহ বাদল এবং সুখবীর। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত সভাপতি ছিলেন প্রকাশ। তার পর সভাপতি হন তাঁর পুত্র সুখবীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৪০
Share:

সুখবীর সিংহ বাদল। —ফাইল চিত্র।

শিরোমণি অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেওয়া হবে। শনিবার অকালি দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন শিক্ষামন্ত্রী দলজিৎ এস চিমা জানান, দলের ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সুখবীর।

Advertisement

সুখবীর পদত্যাগ করার পরেই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন অকালি দলের ওয়ার্কিং কমিটির সভাপতি বলবিন্দর সিংহ ভুন্দর। সোমবার দুপুর ১২টায় চণ্ডীগড়ের দলীয় দফতরে বৈঠকটি হবে। সেই বৈঠকেই দলের ভবিষ্যৎ কর্মপন্থা চূড়ান্ত হতে পারে। সব কিছু স্থির থাকলে আগামী ১৪ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে অকালি দলের নতুন সভাপতি নির্বাচিত হতে পারেন।

দীর্ঘ ২৮ বছর অকালি দলের শীর্ষ পদে ছিলেন বাদল পরিবারের দুই সদস্য প্রকাশ সিংহ বাদল এবং সুখবীর। ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত সভাপতি ছিলেন প্রকাশ। তার পর সভাপতি হন তাঁর পুত্র সুখবীর।

Advertisement

লোকসভা ভোটের পরেই সুখবীরের নেতৃত্ব নিয়ে অকালি দলের অন্দরেই প্রশ্ন উঠছিল। গত জুলাই মাসে সুখবীর এবং তাঁর সাংসদ-স্ত্রী হরসিমরত কউরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বহিষ্কৃত হন দলের আট নেতা। বিদ্রোহী ওই আট নেতা-নেত্রী প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, সুখবীর স্বেচ্ছাচারী ভাবে দল পরিচালনা করছেন এবং একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। তা ছাড়া বিধানসভা ভোটের পর লোকসভা নির্বাচনেও পঞ্জাবে শোচনীয় ফল করে অকালি দল। একক ভাবে সে রাজ্যের ১৩টি আসনে লড়ে এক মাত্র ভাটিন্ডা আসনে জেতেন সুখবীরের স্ত্রী হরসিমরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement