Indian Student Killed

অস্ট্রেলিয়ায় ভারতীয় পড়ুয়াকে কুপিয়ে খুন! অভিযুক্ত হরিয়ানারই, চলছে খোঁজ

নিহতের কাকা যশবীর আরও জানিয়েছেন, এক দল ভারতীয় পড়ুয়া নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। নবজিৎ হস্তক্ষেপ করতে গেলে তাঁর বুকে ছুরি মারা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ২১:১৯
Share:

ভারতীয় ছাত্র খুনে অভিযুক্ত দু’জন। ছবি: এক্স।

কয়েক জন ভারতীয় ছাত্র হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। বাধা দিতে গিয়ে খুন হলেন ২২ বছরের অন্য এক ভারতীয় পড়ুয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ঘটনা। অন্য এক পড়ুয়া আহত হয়েছেন।

Advertisement

নিহত পড়ুয়ার নাম নবজিৎ সান্ধু। হরিয়ানার কার্নালের বাসিন্দা। মেলবোর্নে এমটেক পড়তে গিয়েছিলেন। দেড় বছরের ওয়ার্কিং ভিসা নিয়ে। তাঁর কাকা যশবীর জানিয়েছেন, নবজিতের বাবা দেড় একর জমি বিক্রি করে ছেলেকে পড়তে পাঠিয়েছিলেন। জুলাইয়ে দেশে কয়েক দিনের জন্য আসার কথা ছিল তাঁর।

যশবীর আরও জানিয়েছেন, এক দল ভারতীয় পড়ুয়া নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। নবজিৎ হস্তক্ষেপ করতে গেলে তাঁর বুকে ছুরি মারা হয়। যশবীর হরিয়ানার কার্নালের বাসিন্দা। তিনি বলেন, ‘‘নবজিৎকে তাঁর এক বন্ধু নিজের বাড়িতে নিয়ে যান। তাঁর গাড়ি ছিল। সে কারণে ওই বন্ধু চেয়েছিলেন নিজের বাড়ি থেকে কিছু জিনিসপত্র নবজিতের গাড়িতে চাপিয়ে নিয়ে আসবেন। তাঁর বন্ধু বাড়ির ভিতরে গেলে নবজিৎ ঝগড়াঝাঁটির আওয়াজ শুনতে পান। ভিতরে গিয়ে দেখেন কয়েক জন হাতাহাতি করছেন। থামাতে গেলে তাঁর বুকে ছুরি মারা হয়।’’

Advertisement

সূত্রের খবর, অভিযুক্তেরাও কার্নালের বাসিন্দা। দুই অভিযুক্তের ছবি প্রকাশ করেছে পুলিশ। ভিক্টোরিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দু’জনের খোঁজ চলছে। এক জনের নাম অভিজিৎ। বয়স ২৬ বছর। দ্বিতীয় জনের নাম রবীন গর্তন। বয়স ২৭ বছর। দু’জনে একটি গাড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন। ভারত সরকারের কাছে নবজিতের দেহ দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁর কাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement