—প্রতীকী চিত্র।
শিক্ষকের মারে জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে। এই অভিযোগ উঠেছে উত্তর পূর্ব দিল্লির তুকমিরপুর এলাকায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
গত শনিবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, গত ৭ অগস্ট ওই ছাত্রকে চড় মারা হয় বলে অভিযোগ। ক্লাসে হিন্দি পাঠ্যবই নিয়ে না যাওয়ার কারণে ওই ছাত্রকে শিক্ষক মারধর করেন বলে অভিযোগ। তার ঘাড়েও আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ছাত্রের বাবা। শনিবার দয়ালপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়। শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিন পান।