বৃহস্পতিবার রাতে আবারও কেঁপে উঠল দিল্লি এবং লাগোয়া এনসিআর। ছবি: প্রতীকী
বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। তার জেরে কেঁপে উঠল দিল্লি এবং সংলগ্ন এনসিআর। কম্পন অনুভূত হল জম্মু ও কাশ্মীরেও। কম্পন অনুভূত হল প্রতিবেশী পাকিস্তানেও। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কেঁপে ওঠে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। তার প্রভাবে কেঁপে ওঠে উত্তর ভারতও। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র রয়েছে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে।
গত রবিবার ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং এনসিআর। রিখটর স্কেল কম্পনের মাত্রা ছিল ৩.৮। যদিও ওই ঘটনায় হতাহত হয়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার রাতে ১টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার ঝাজ্জরে মাটি থেকে পাঁ কিলোমিটার গভীরে।