dog attack

Dog Attack: বোনের চোখের সামনে পাঁচ বছরের দাদাকে কামড়ে-খুবলে মারল কুকুরের দল!

মাস দুয়েক আগে লখনউয়ের ঠাকুরগঞ্জের মুসাহিবগঞ্জে এমনই একটি ঘটনায় মৃত্যু হয়েছিল আট বছরের এক শিশুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১১:১৪
Share:

প্রতীকী ছবি।

বোনের চোখের সামনেই দাদাকে কামড়ে-খুবলে মারল এক দল কুকুর। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের ধানতলি এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিজয় রাজু। বয়স পাঁচ। শনিবার বোনকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছিল সে। তখনই এক দল কুকুর তাদের দু’জনকে ঘিরে ধরে। বোন কুকুরগুলিকে তাড়ানোর চেষ্টা করে। হঠাৎই রাজুর উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরের দল। তাকে টেনে নিয়ে যায় এক নির্মীয়মাণ বাড়ির সামনে।

বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা ওই বাড়িটির সামনে থেকে বিজয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

মাস দুয়েক আগে এমনই একটি ঘটনায় মৃত্যু হয়েছিল আট বছরের এক শিশুর। লখনউয়ের ঠাকুরগঞ্জের মুসাহিবগঞ্জে বাড়ির বাইরে রাস্তায় বোনকে নিয়ে খেলার সময় ২০টি কুকুরের একটি দল ভাইবোনের উপর হামলা চালায়। বোনকে বাঁচাতে পারলেও কুকুরের হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারেনি মহম্মদ হায়দর নামে ওই শিশু। কুকুরের হামলায় মৃত্যু হয়েছিল তার। গুরুতর জখম হয় হায়দরের বোন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement