কাশ্মীরে টহল দিচ্ছে সেনা।
সেনার গাড়ি ভেবে কাশ্মীরের এক ট্রাক লক্ষ্য করে পাথর ছোড়ায় মৃত্যু হল এক ট্রাকচালকের। রবিবার কাশ্মীরের অনন্তনাগে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে এই ঘটনা ঘটে।
সেনা সূত্রের খবর, ওই ব্যক্তির নাম নুর মহম্মদ দার(৪২)। তিনি জ্রাদিপোরা উড়ানহল এলাকার বাসিন্দা। তিনি ওই দিন ট্রাক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর ট্রাককেই ভুল করে সেনার গাড়ি ভেবে নেন অন্তনাগের মানুষ। তারপরই তাঁর ট্রাক লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন তাঁরা।
পাথর নুর মহম্মদের মাথায় গিয়ে লাগে। গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে নিকবর্তী ভিজভেরা হাসপাতালে নিয়ে যায় সেনা। সেখান থেকে তাঁকে এসকেআইএমএস হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাথর ছোড়া বিক্ষোভকারীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: ভারতে জেএমবি জঙ্গি গোষ্ঠীর মাথা বীরভূমের ইজাজ এসটিএফের জালে
কাশ্মীরে এই ঘটনা নতুন নয়। কিছু দিন আগে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে এক বালিকা গুরুতর আহত হয়েছিল।