Maharashtra Assembly Election 2024

ভোট পাখির দুই চোখ, বিদর্ভ আর মরাঠাওয়াড়া

বিজেপির মহায্যুতি ও কংগ্রেসের মহা বিকাশ আঘাড়ী— মহারাষ্ট্র নির্বাচনে যুযুধান দুই জোটই মনে করছে, বিদর্ভ ও মরাঠাওয়াড়ার ১০৬টি আসনই ‘গেটওয়ে অব মুম্বই’ হয়ে উঠবে।

Advertisement

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৭:৫৬
Share:

— প্রতীকী চিত্র।

বিদর্ভের বাষট্টি। মরাঠাওয়াড়ার ছেচল্লিশ।

Advertisement

বিজেপির মহায্যুতি ও কংগ্রেসের মহা বিকাশ আঘাড়ী— মহারাষ্ট্র নির্বাচনে যুযুধান দুই জোটই মনে করছে, বিদর্ভ ও মরাঠাওয়াড়ার ১০৬টি আসনই ‘গেটওয়ে অব মুম্বই’ হয়ে উঠবে। অর্থাৎ, বিদর্ভ ও মরাঠাওয়াড়ায় কে কাকে টেক্কা দেবে, তার উপরেই নির্ভর করছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের গদিতে কে বসবেন।

মহারাষ্ট্রের মুম্বই, ঠাণে-কোঙ্কণ ও পশ্চিম মহারাষ্ট্রের তুলনায় অর্থনৈতিক ভাবে বিদর্ভ ও মরাঠাওয়াড়া বরাবরই পিছিয়ে। লোকসভা ভোটে দুই অঞ্চলেই ইন্ডিয়া জোট এগিয়ে ছিল। বিজেপির চিন্তা বাড়িয়ে মহারাষ্ট্র ভোটের ঠিক মুখে সয়াবিন ও তুলো চাষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কারণ সরকারের ঘোষিত দামের তুলনায় বাজারে অনেক কম দামে চাষিদের সয়াবিন ও তুলো বিক্রি করতে হচ্ছে। সয়াবিনের এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য) প্রতি কুইন্টাল ৪,৮০০ টাকা বলেও বাজারে ৩,৫০০ টাকা মিলছে। নরেন্দ্র মোদী বিদর্ভে গিয়ে ঘোষণা করেছিলেন, এমএসপি বাড়িয়ে ৬ হাজার টাকা হবে। আজ মহারাষ্ট্র ভোটের প্রচারের শেষ দিনে রাহুল গান্ধী মুম্বইয়ে বলেছেন, তাঁরা সরকারে এলে সয়াবিনের এমএসপি ৭ হাজার টাকা হবে।

Advertisement

বিদর্ভ অঞ্চলেই নাগপুর। আরএসএসের সদর দফতর। আবার বিদর্ভের ওয়ার্ধাতেই মহাত্মা গান্ধীর সেবাগ্রাম। বিজেপির উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে, কংগ্রেসের বিরোধী দলনেতা বিজয় ওয়াডেট্টিয়ার বিদর্ভের নেতা। বিদর্ভের ৬২টির মধ্যে ৩৫টি আসনেই বিজেপি বনাম কংগ্রেসের মুখোমুখি লড়াই। দুই দলই তাই বিদর্ভে সর্বশক্তি দিচ্ছে।

মরাঠাওয়াড়ায় বিজেপির চিন্তা মরাঠা ভোট। মরাঠা সংরক্ষণের দাবিতে মনোজ জারঙ্গে পাটিল আন্দোলন করছিলেন। তাঁর প্রধান নিশানা ছিল বিজেপি। পাটিল প্রার্থী না দেওয়ায় মরাঠা ভোট কংগ্রেস ও শরদ পওয়ারের এনসিপি-র ঝুলিতে আসবে বলে মহা বিকাশ আঘাড়ীর নেতারা আশা করছেন। এর মোকাবিলায় মরাঠা ভোটে ভাগ বসাতে বিজেপি মহায্যুতি জোটের মরাঠা মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে সামনে রেখে প্রচার করছে। বিদর্ভ ও মরাঠাওয়াড়া, দুই অঞ্চলেই পাশাপাশি চাষিদের ক্ষোভ সামলাতে জাতপাত ও ধর্মীয় মেরুকরণ করে বিজেপি ওবিসি ভোটকে এককাট্টা করতে চাইছে। লাভ হবে কি না, উত্তর
মিলবে ২৩ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement